প্রাচীনকালের ১০ জন বিখ্যাত মুনি ঋষি । Ten Great sages in ancient age
Автор: Bengali Kirtan
Загружено: 2020-04-10
Просмотров: 155043
প্রাচীনকালের ১০ জন বিখ্যাত ঋষি । Ten Great sages in ancient age.
1.বিশ্বামিত্র
মহর্ষি বিশ্বামিত্র ছিলেন প্রাচীন ভারতে একজন রাজা। তিনি কৌশিক নামেও পরিচিত ছিলেন। তিনি কুশান্যভ রাজার পুত্র গাধি’র সন্তান ছিলেন ।
গাধিরাজের মৃত্যুর পর বিশ্বামিত্র রাজসিংহাসনে আরোহণ করেন।তার শতাধিক পুত্র ও অসংখ্য সৈন্য ছিল।
2.ব্যাসদেব
ব্যাসদেব ছিলেন পরাশর মুনি ও সত্যবতীর পুত্র । যমুনানদীতে খেয়া নৌকার ভিতর পরাশর মুনি সত্যবতীর সাথে মিলিত হলে, সত্যবতী গর্ভবতী হন ।
3.বাল্মীকি
প্রথম জীবনে বাল্মীকি ছিলেন রাজপথের দস্যু ।নারদ তাকে রাম নাম জপ করতে শেখান । দস্যু সাধনায় বসেন এবং ছয় হাজার বছর সাধনা ক'রে ব্রহ্মের বরে কবিত্বশক্তি পান । সাধনাকালে তার দেহ বল্মীকের স্তুপে ঢেকে গিয়েছিল ব'লে তার নামকরণ হয় বাল্মীকি ।
4. বশিষ্ঠ
ইনি সপ্তর্ষি হিসাবে পরিচিত। এঁর স্ত্রীর নাম অরুন্ধতী। এছাড়া বশিষ্ঠ অক্ষমালা নামক শূদ্রকন্যার প্রতি আসক্ত হয়ে তার সাথে মিলিত হন। বশিষ্ঠের সংস্পর্শে এসে ইনি পরমগুণবতী নারীরূপ লাভ করেছিলেন।
5. দুর্বাসা
দুর্বাসা ঋষি প্রবল ক্রোধের জন্য পরিচিত। হিন্দু পুরাণে বর্ণিত আখ্যান অনুসারে, দুর্বাসা ঋষির পিতা অত্রি এবং মাতা অনসূয়া। ঋষি দুর্বাসা শিবের অংশাবতার হিসেবেও খ্যাত।
6.কশ্যপ
কশ্যপ প্রাচীন আয়ুর্বেদ চর্চাকারী এক ঋষি যাকে বর্তমান মন্বন্তরের সপ্তর্ষির প্রথম হিসেবে উল্লেখ পাওয়া যায়। সংস্কৃত ভাষায় রচিত প্রাচীনতম প্রার্থনাগাথা ঋগ্বেদ-রচয়িতা এই কশ্যপ ঋষি ।
7.ভরদ্বাজ
ভরদ্বাজ প্রাচীন ভারতের অন্যতম সম্মানিত বৈদিক ঋষি ছিলেন, যিনি একজন প্রখ্যাত পণ্ডিত, অর্থনীতিবিদ এবং বিশিষ্ট চিকিৎসকও ছিলেন।
8.জমদগ্নি
জমদগ্নি হলো সত্যবতী ও রিচিকের সন্তান ।এবং জমদগ্নির স্ত্রীর নাম রেণুকা দেবী । এই জমদগ্নিই হলেন পরশুরামের পিতা। ঋষি জমদগ্নির পাঁচ পুত্রের মধ্যে পরশুরাম ছিলেন সবার ছোট।
9.অত্রি
অত্রি ছিলেন পুরাণে বর্ণিত একজন বৈদিক মুনি৷অত্রি মুনি অনুসূয়া দেবীর সহিত বিবাহ করেন এবং ক্রমে তাদের দুর্বাসা, দত্তাত্রেয় এবং চন্দ্র নামে তিন সন্তান জন্ম নেয়৷
10. পুলস্ত্য
হিন্দু পুরাণ অনুসারে, পুলস্ত্য ছিলেন ব্রহ্মার দশ মানষপুত্র তথা দশ প্রজাপতির একজন৷মহাভারত অনুসারে, রাক্ষসকুল এবং কিন্নরকুল উভয়ই ছিলেন মুনি পুলস্ত্যেরই সন্তান৷ তার পুত্র ছিলেন ঋষি বিশ্রবা এবং বিশ্রবাপুত্র অর্থাৎ তার পৌত্ররা ছিলেন ধনদেবতা কুবের এবং রামায়ণে প্রধান খলচরিত্র রাবণ ইত্যাদি৷
LIKE,COMMENT,SHARE AND SUBSCRIBE OUR BENGALI KIRTAN CHANNEL
Bengali Kirtan Channel Link-https://www.youtube.com/channel/UCi6P...
Like our Facebook page- / banglakirtan
Follow our Twitter- / bengali_kirtan
Read our Blog-https://bengalikirtangaan.blogspot.com
Visit our Website-http://www.bengalikirtan.com/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: