এপাশে ভারতের শেষ গ্রাম নির্মল চর ওপাশে রাজশাহী জেলা || Nirmol Char || Border Village || Padma Char
Автор: Traveler Matin
Загружено: 2025-05-19
Просмотров: 9714
এপাশে ভারতের শেষ গ্রাম নির্মল চর ওপাশে রাজশাহী জেলা || Nirmol Char || Border Village || Padma Char
#নির্মল_চর #ভারতের_শেষ_গ্রাম
#beautiful_village #nirmol_char #last_village_of_india #border_village
#india_bangladesh_border
#kaharpara_border
#bonomali_ghat
পদ্মা নদীর চরের গ্রামগুলোর জীবন অত্যন্ত কঠিন ও সংগ্রামী। এই অঞ্চলের মানুষদের প্রতিদিনের জীবনে বন্যা, নদী ভাঙন, দারিদ্র্য এবং মৌলিক সেবা ও অবকাঠামোর অভাব অন্যতম চ্যালেঞ্জ।
পদ্মা নদীর তীব্র স্রোত ও অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে রাজশাহী ও ফরিদপুরের ও ভারতের নির্মল চর এর গ্রামগুলোতে ব্যাপক নদী ভাঙন ঘটছে। চরখিদিরপুর বর্ডার আউটপোস্টসহ নির্মল চরের বাড়ি, মসজিদ,মন্দির মাদ্রাসা ও সরকারি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
চরবাসীদের মধ্যে প্রায় ৯০-৯৫% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। তারা প্রধানত কৃষি, পশুপালন ও মাছ ধরা দিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে নদী ভাঙন ও ভূমি দখলের কারণে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব
চর অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা অত্যন্ত সীমিত। নির্মল চরে মাত্র একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৷কিন্তু মাধ্যমিক ও কলেজ বা উচ্চশিক্ষার সুযোগ নেই। বন্যার সময় বিদ্যালয়গুলো বন্ধ থাকে। স্বাস্থ্যকেন্দ্রের অভাবে স্থানীয় হাতুড়ে ডাক্তার এর ওপর নির্ভর করতে হয়, যার ফলে পুষ্টিহীনতা ও ত্বকের রোগের মতো সমস্যা বেড়ে যায়।
#stunning_south_asia #documentary
#padmariver
#rajshahi
#most_beautiful_village
#রাজশাহীর_চর
#পদ্মানদী
contact me : oahmed126@gmail.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: