'ভাতা চেটে'ই খেতে হল মোদি-নীতীশকে!
Автор: Breaking বাংলা
Загружено: 2025-11-14
Просмотров: 5511
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বড় জয় হয়েছে। সেই জয়ের পরেই শুভেন্দু অধিকারী,শমীক ভট্টাচার্যরা লম্ফঝম্ফ শুরু করে দিয়েছেন যে, বিহারের পরে এবার ২৬ শে বাংলাতেও বিজেপির জয় আসবে এবং তৃণমূল হেরে যাবে। এর আগেও বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের পর বঙ্গ বিজেপির নেতারা এবং শুভেন্দু অধিকারী বারে বারেই বলেছিলেন একই কথা। কিন্তু কার্যত সে কথা ফলেনি। বিজেপির ফল রাজ্যে খারাপই হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, শুভেন্দু, শমীকরা ভালোই জানেন যে, এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, আর্থ-সামাজিক ব্যবস্থা সমান নয়। প্রতিটা রাজ্যের ভোটের প্যাটার্ন আলাদা। হয়তো বঙ্গ বিজেপির কর্মী বাহিনীদের চাঙ্গা করার জন্যই শুভেন্দুরা এই ধরনের কথা বলছেন। পাশাপাশি, তাঁরা বিহারে নরেন্দ্র মোদী, নীতীশ কুমারের বড় জয়ের পিছনে যে ব্যাখ্যা দিচ্ছেন তা হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তাঁরা বড় জয় পেয়েছেন। কারণ, মূলে যেটা হয়েছে সেটা হল, ভোটের এক মাস আগে মহিলা রোজগার যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা দেওয়া। এটাতেই কাজ বেশি হয়েছে বলে মনে করছেন। কারণ, এবার বিহারে মহিলারা পুরুষদের তুলনায় নয় শতাংশ বেশি ভোট দিয়েছেন। মহিলাদের ভোট ঢেলে পাওয়াতেই এনডিএ জোটের বড় জয় এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
#breakingbangla #narendramodi #amitshah #biharelection2025 #mamatabanerjee #shamikbhattacharya #bjp #tmc #bengalipoliticalnews #bengalitrendingnews #bengalibreakingnews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: