ব্রাজিলীয়ান কিংবদন্তি যাকে কেউ মনে রাখেনি। The Silent Genius Who Almost Won Everything
Автор: KickForge
Загружено: 2025-11-10
Просмотров: 1347
ব্যালন ডি’অর, ফিফা দ্যা বেস্ট, বিশ্বকাপ, কোপা-আমেরিকা, চ্যাম্পিয়স লিগ, লা-লীগা সহ এরকম ভুরি ভুরি অর্জন রয়েছে তার সংগ্রহে। কিন্তু সেরকম ভাবে কখনোই লাইম লাইট পায় নাই তিনি, বলছি সাবেক বার্সেলোনা এসি মিলান এবং ব্রাজীলিয়ান তারকা রিভালদোর কথা। পুরো নাম রিভালদো ভিক্তর বারবা ফিররেইরা। কি অর্জন ছিল না তার নামের পাশে? বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লীগ সব জিতেছেন। ব্যাক্তিগত অর্জন ও যা যা আছে প্রায় সবই জিতেছেন। তবে সেভাবে মিডিয়ার সামনে তাকে উপস্থাপন করা হয়নি। তিনি যেনো শুধু নিঃশব্দে করে গেছেন তার কাজ।
তবে তা করতে গিয়েও তাকে সম্মুখিন হতে হয়েছে নানা সমস্যা এবং বাঁধার। আর্থিক সমস্যা, পর্যাপ্ত সু্যোগের পাশাপাশি ছিলো শারিরিক সমস্যাও। ব্রাজিলের রেসিফি, পারনামবুকোর এই গরিব এলাকা থেকে বিশ্ব জয় করা মুটেও কোন সহজ কাজ ছিলো না। তবে কেইবা তাকে মনে রেখেছে ? রিভালদোর উত্থান এবং সবকিছু জয় করে হারিয়ে যাওয়ার গল্পই জানাবো আজ।
#rivaldo #brazil_football #football
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: