গল্প-
Автор: Golpo Vandar
Загружено: 2025-12-28
Просмотров: 299
গল্প- #প্রেম_সোহাগি
লেখনীতে- আফরিন_আন্না
#শেষ_পর্ব
মায়ের নি'থ'র দেহটা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে সোহাগি, তার কান্নায় আজ আকাশ-বাতাস গাছপালা আশেপাশের মানুষজন সবাই কাঁদছে, এমন কেউ সেখানে উপস্থিত নেই যার চোখে একফোঁটা পানি নেই, কিছু কিছু মানুষ সান্ত্বনা দিচ্ছে কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না সোহাগি, আর কিভাবেই সে শান্ত হবে?
একজন সন্তান তার মা'কে চিরদিনের জন্য হারিয়ে ফেললে কিভাবে শান্ত হয়ে থাকতে পারে? অন্যদের তো মা চলে গেছে পৃথিবীতে আরো অনেকেই থেকে যায় কিন্তু সোহাগির তো এই একমাত্র মা ছাড়া আর কেউই নেই পৃথিবীতে, এই মা ছাড়া আর কেউ নেই তাকে বোঝার মতো, আদর করার মতো, স্নেহ করার মতো, ভালোবেসে বুকে টেনে নেয়ার মতো, সোহাগি যে বড্ড আদরের ছিলো মায়ের, নিজের অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন কাজ করেছে তবুও মেয়েকে কখনো কিছুর অভাব বুঝতে দেয়নি, তার ইচ্ছে ছিলো মেয়েকে পড়াশোনা করাবে, তাইতো এতো অভাবের মধ্যেও মেয়েকে পড়াশোনা করিয়েছে, মেয়ে অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে আর সে দুচোখ ভরে দেখবে কিন্তু নিয়তি সেই সুযোগটা দিলো না, তার মেয়ের সফলতা পর্যন্ত থাকতে পারলো না সে, নিজের চোখে দেখা হলো না তার আদরের সোহাগির সফলতা।
#ভালোবাসার_গল্প #new_love_story #banglagolpo #best_benguli_love_story #motivation #emotional_story
#golpo_vandar #hearttouching #hearttouchingstory
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: