তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ । সাইফুল্লাহ মানছুর । Tumi Ki Ekhon Sopno Vongo Keu । Saifullah Mansur
Автор: Saifullah Mansur Official
Загружено: 2020-11-16
Просмотров: 51038
কবি মতিউর রহমান মল্লিকের লেখা একটি কবিতা "তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ"। ১৯৯৬ সালে তিনি এটি লিখেন। কবির সামনে গুনগুণ করতে গিয়ে সূরটি দাঁড়িয়ে যায়। পরবর্তীতে তাল লয় ঠিক করে একটা ফরম্যাটে নিয়ে আসি। গীতি কবিতা হিসাবে গানের ফাঁকে ফাঁকে আবৃত্তি করি। আমার চতুর্থ একক অডিও এ্যালবাম "সৃজন " এ গানটি স্থান পায়। শ্রোতাদের কাছেও গানটি প্রিয় হয়ে ওঠে। এতবছর পর গানটির ভিডিও প্রকাশ করতে পেরে খুব ভাল লাগছে। তরুণ নির্মাতা আবু সাহিম ও তাঁর টিম অনেক পরিশ্রম করে সুন্দর ভাবেই ফুটিয়ে তুলেছে বক্তব্যধর্মী এই গানটি। কবি মল্লিকের এই গান আগামী প্রজন্মের কাছে প্রেরণার বাতিঘর হয়ে বেঁচে থাকুক এ আমার কামনা। গানটি ভাল লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ করছি।
পেইজ লিঙ্কঃ / saifullahmansur
ইউটিউব লিঙ্কঃ / saifullahmansurofficial
....................................................................................................................
গান : তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ
শিল্পী : সাইফুল্লাহ মানছুর
গানের কথা কবি মতিউর রহমান মল্লিক
সূরঃ সাইফুল্লাহ মানছুর
পরিচালনায়ঃ আবু সাহিম
সহযোগিতায় মহসিন,অনিক
শব্দ ধারনঃ মাহসিন সাউন্ড সিস্টেমস
লেবেল : স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার
......................................................................................................
Song : Tumi Ki Ekhon Sopno Vongo Keu
Artist: Saifullah Mansur
Lyrics: Motiur Rahman Mollik
Tune: Saifullah Mansur
Director: Abu Sahim
Label: Spondon Audio Visual Centre
Trade Mark: CHP
.....................................................................................................
গীতি কবিতা
মতিউর রহমান মল্লিক
তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ
একাকী কোথাও আহত পাখির শোক
ছলছল চোখে এলোমেলো করো ঢেউ
তুমি কি এখন শরাহত কোনো লোক!
-
তুমি কি ভেবেছো সূর্যটা ডুবে গেছে
তুমি কে ভেবেছো নেই আর কোনো আলো
তুমি কি ভেবেছো শিলীভূত হয়ে আছে
অনন্ত এক আকাশের ঘনকালো
-
রাত্রির পরে সকাল যে ফিরে আসে
সে কথা জানো কি তুমি
শেষাবধি কোনো লোকালয় উদভাসে
দৃঢ়পদভারে পার হলে বনভূমি
মানুষের নামে যারা কলঙ্ক তারা মানে
পরাভব
যোগ-গুণ-ভাগ নিয়েতো অঙ্ক বিয়োগ নয়তো
সব
-
তবুও তুমি কি উঠে দাঁড়াবে না আজ
বুক টান করে নামবে না পথে আর
পাড়ি জমাবে না আকাশের শাহবাজ
ছিঁড়বে না টুটি দুরন্ত ঝঞ্ঝার
-
একটু আঘাতে সিংহের বাড়ে ক্ষোভ
একটু আঘাতে বাঘ ছাড়ে হুংকার
একটু আঘাতে জ্বলে ওঠে বিক্ষোভ
বজ্রসভায় বিদ্যুৎ বারতার
-
এসব খবরে তুমি কি হও না দ্বিগুণ
উৎসাহী কোনো পুরুষোত্তম কেউ
অথবা কেবল নিজেকে করছো খুন
বিষের পাত্রে স্বেচ্ছায় তুলে ঢেউ
-
হতাশ হয় না জিহাদের জঙ্গীরা
হতাশ হয় না কোনো খাঁটি বিপ্লবী
হতাশ হয় না শহীদের সঙ্গীরা
বুকে নিয়ে ফেরে ঈমানের দুন্দুভি
-
চলে অবিরাম চির মুজাহিদ বীর
সত্যের পথে সেনানী অকুতোভয়
ছিঁড়ে ফেলে দিয়ে নিরাশার জিঞ্জির
সে শের-দিলীর মানে নাকো পরাজয়
-
এখনো এখানে মাদানীর খুন মাখা
শহীদ মালেক এখনো এখানে শুয়ে
মানুষের মনে কোরানের ছবি আঁকা
তবু কেনো তুমি পড়বে বন্ধু নুয়ে
-
তোমার সামনে তিতুমীর আছে
আছেতো খানজাহান
হাজী শরীয়ত আছে আরো কাছে
আছে শাহজালাল অম্লান
-
নূর কুতুবুল আলম যেখানে
প্রেরণার প্রিয় মহাপুরুষের নাম
কিসের ভাবনা তোমার সেখানে
বরং চেতনা আরো করো উদ্দাম
-
বখতিয়ারের ঘোড়ার শব্দ ঐ
লোকালয়ে যেনো অবিকল শোনা যায়
তাই কি আমিও দুই কান পেতে রই
সতেরো সওয়ার কবে আসে দরজায়
-
তুমি কি এখন স্বপ্নবিভোর কেউ
মুক্তপক্ষ কোনো বিহঙ্গ শ্লোক
রঙধনু চোখে ছুঁয়ে যাও যতো ঢেউ
তুমি কি এখন জাগরিত কোনো লোক
-
দুর্বল ভীরু আনে না দ্বীনের জয়
খানিক বিপদে ভয়ে কাঁপা তার কাজ
ঈমানের তেজে পৃথিবীর বিস্ময়
শুধু সেই পারে গড়তে হেরার রাজ
-
তবে তুমি ছুটে চলো বেগে আরো বেগে
বন্যার মতো দুরন্ত দুর্বার
চলো তাকবীর জোরে আরো জোরে হেঁকে
পড়ে থাক পিছে পচা লাশ মুর্দার।
......................................................................................................
#Tumi_Ki_Ekhon_Sopno_Vonggo_Keu #SaifullahMansur #Spondon
.......................................................................................................
** ANTI-PIRACY WARNING **
All rights reserved. These Visual Element is Copyrighted Content. Any Unauthorized Publishing is Strictly Prohibited.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: