তুই বিহনে... | Tui Bihone - Official Music Video | MusicFlux | New Bangla Sad Song 2025
Автор: MusicFlux
Загружено: 2025-12-20
Просмотров: 2915
তুই বিহনে কেমনে বাঁচি... 💔 Watch the Official Music Video for "Tui Bihone".
New Bangla Sad Song 2025: Tui Bihone (তুই বিহনে) by MusicFlux.
🎧 Listen to our best hits: • ভালোবাসা, প্রেম আর বিষাদের গান
মানুষ চলে যায়, কিন্তু স্মৃতিগুলো কি কখনো যায়? স্টেশনের ধোঁয়ায়, নদীর চরে, কিংবা পুরোনো জামার ভাঁজে—প্রিয় মানুষের অভাবটা ঠিকই রয়ে যায়। "তুষের আগুনের" মতো ধিকিধিকি জ্বলতে থাকা বিরহের এই গানটি তাদের জন্য, যারা আজও প্রিয়জনের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে।
গানটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের মিউজিক্যাল জার্নির সাথে থাকতে সাবস্ক্রাইব (Subscribe) করে সাথেই থাকুন। ❤️
_____________________________
🎵 Song Credits:
Song Title: Tui Bihone (তুই বিহনে)
Artist: MusicFlux
Composition & Production: MusicFlux Studio
Label: MusicFlux Studio
_____________________________
📜 Lyrics (কথা):
তুই বিহনে কেমনে বাঁচি, বল না আমারে?
প্রতি শ্বাসে তোকে খুঁজি, মরি বারে বারে।
আমি তো তোকে হারিয়ে ফেলেছি...
তবু তোর বিরহে বুক জ্বলে যায় তুষের আগুনে
ফিরে আয় না, ফিরে আয় না আর...
মনে পড়ে সেই শরৎ-সন্ধ্যা, নদীর পাড়ে বসে
তুই হাসতিস খিলখিলিয়ে, আমি দেখতাম আবেশে।
আঙুল ধরে হাঁটতি পথে, মন ছিল ঝিলমিল
এখন সেই পথ শূন্য বড়, শুধুই বালুচরে।
আকাশ ছিল নীল, নদী ছিল কানায় কানায়
তোর চোখেতে ডুব দিয়েছি, হারিয়ে ঠিকানায়।
এখন সব শুকিয়ে খাক, খাঁ খাঁ মরুভূমি
তবু বাতাসে তোর গায়ের গন্ধ, আজও পাই যে আমি।
তুই বিহনে কেমনে বাঁচি, বল না আমারে?
প্রতি শ্বাসে তোকে খুঁজি, মরি বারে বারে।
ফিরে আয় না, ফিরে আয় না আর...
আয়নাতে মুখ দেখলে পরে, চিনি না যে আর
চোখের নিচে কালি পড়েছে, বুকে পাহাড় ভার।
তোর দেওয়া ওই জামাটা আজ, বাক্সে আছে তোলা
পরতে যে আর পারি না তা, যায় না তবু ফেলা।
রাতের গাড়ি চলে যায়, আমি থাকি ঠায়
ভাবি বুঝি নামলি তুই, এই ইশ্টিশনের গায়।
কিন্তু গাড়ি চলে যায়, ধোঁয়া ছেড়ে দূরে
আমি একা দাঁড়িয়ে থাকি শূন্যতা কুরে।
আমি মরে গেলেও তুই, পাবি না খবর
আমার এই বুকের ভেতর, কষ্টের কবর।
শুধু এই চার দেয়াল আর, নিঝুম রাত জাগে
আমার সাথে একলা থাকার, বড় মায়া লাগে...
তুই বিহনে কেমনে বাঁচি, বল না আমারে?
প্রতি শ্বাসে তোকে খুঁজি, মরি বারে বারে।
আমি তো তোকে হারিয়ে ফেলেছি...
তবু তোর বিরহে বুক জ্বলে যায় তুষের আগুনে।
ফিরে আয় না... ফিরে আয় না আর...
আমি একলা থাকতে শিখে গেছি...
তবু তোকে ভুলিনি যে আর...
ফিরে আয় না...
_____________________________
#BanglaSadSong #BanglaSong2025 #SadSong #TuiBihone #MusicFlux #MusicFluxStudio #OfficialMusicVideo #Biraha #BengaliMusic #NewBanglaSong #Heartbreak #BanglaGaan #LoveSong #SadStatus
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: