তোমারই ভালোবাসায় (Tomari Bhalobasay) —Bangla Love Song | Official Music Video | MusicFlux
Автор: MusicFlux
Загружено: 2025-12-02
Просмотров: 5958
অজানা কাঁপন নিয়ে ফিসফিসিয়ে ওঠা মন, প্রথম দেখার দৃষ্টিতে থেমে যাওয়া ভিড় আর কোলাহল…
“তোমারই ভালোবাসায়” সেই একাগ্র ভালোবাসার গান, যেখানে ভিতর-বাহির জুড়ে শুধু একটাই নাম—তুমি।
“Tomari Bhalobasay” is a cinematic Bengali love song from MusicFlux about intense, all-consuming love. From the first eye contact to every breath you take, the whole world feels like it’s written in the name of one person only.
🎵 More songs like this (Playlist):
• ভালোবাসা, প্রেম আর বিষাদের গান
Lyrics:
অজানা কাঁপন নিয়ে ফিসফিসিয়ে ওঠে মন,
হৃদয় জেগে ওঠে হঠাৎ, তুমিই তার একমাত্র কারণ...
যেদিন প্রথম দেখলাম তোমার চোখের ভেতর আলো,
চারপাশ অচেনা হয়ে গেল, থেমে গেল ভিড় আর সব কোলাহল।
অজানা কাঁপন নেমে এলো আমার ক্লান্ত শিরা-উপ শিরায়,
তোমার নামেই ধুকপুক করে মন, নিজেরই পরিচয় যেন হারায়।
শব্দ সব গলে যায়, থাকে শুধু নিশ্বাসের টান,
প্রতিটি ধুকধুকেই বেজে ওঠে তোমারই নাম।
আমার প্রতিটি নিশ্বাসে লিখেছি শুধু তুমি,
তোমাতে হারালেই তো, আমি সম্পূর্ণ আমি।
উথাল-পাথাল এই হৃদয়ের অদম্য সব অনুভবে,
তোমার একটুকু ছোঁয়ায় বদলে যায় আমার সব।
শুধু তুমি, শুধু তুমি—আমার ভিতর-বাহির জুড়ে,
নিঃশব্দ প্রেমে ডুবে থাকি আমি, তোমারই ভালোবাসায় ঘিরে।
ভিড়ভরা পথের ভেতরেও খুঁজি তোমারই হালকা ছায়া,
রাত জাগা শহর ঘুমিয়ে গেলে তুমি জেগে থাকো মনের কোনে।
বৃষ্টিভেজা জানালায় নিঃশব্দে আঁকি তোমার নাম,
লাজে রাঙা মন ভিজে যায় অব্যক্ত ভালোবাসায়।
যদি সব আলো নিভেও যায়, তুমি থেকো আমার অন্ধকারে আগুন হয়ে,
তোমাতে ডুবে থাকাই হোক আমার বেঁচে থাকার শেষ শপথ।
আমার প্রতিটি নিশ্বাসে লিখেছি শুধু তুমি,
তোমাতে হারালেই তো, আমি সম্পূর্ণ আমি।
উথাল-পাথাল এই হৃদয়ের অদম্য সব অনুভবে,
তোমার একটুকু ছোঁয়ায় বদলে যায় আমার সব।
শুধু তুমি, শুধু তুমি—আমার ভিতর-বাহির জুড়ে,
নিঃশব্দ প্রেমে ডুবে থাকি আমি, তোমারই ভালোবাসায় ঘিরে।
If this song touches you, please:
👍 Like the video
💬 Comment your favourite line
🔔 Subscribe to MusicFlux for more cinematic Bangla love songs
#MusicFlux #BanglaLoveSong #BanglaSong
#তোমারইভালোবাসায় #TomariBhalobasay #BengaliMusic #CinematicMusic #BanglaRomanticSong #NewBengaliSong #MusicVideo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: