মরার ভয়কে জয় করেছি | Amra Hadi - Amra July (আমরা হাদি - আমরা জুলাই) | Ai Version | Lyrical Video.
Автор: BAYAJID AL BANNA
Загружено: 2025-12-18
Просмотров: 7299
আমরা হাদি - আমরা জুলাই
কথা: রাশেদ বিন শফিক
সুর: বায়জীদ আল-বান্না
কণ্ঠ: এ.আই
মরার ভয়কে জয় করেছি
মারবি কারা সামনে আয়
মরার শপথ পাঠ করা শেষ
শাহাদাতের পিপাসায়।।
আমরা তো নয় নতুন কেহ
মৃত্যু জয়ীর ঔরসজাত,
রক্ত স্রোতে সাতার কেটে
শত্রু করি ধূলিসাৎ।
আলী হায়দার হামজা ওমর
বিন খালিদের পথ ধরে
তিতুমীরের বাঁশের কেল্লা
যুগযুগান্তর যাই গড়ে।
বদর উহুদ খন্দক আর
কারাবালরই খুন ধারা
রেশমী রোমাল বালাকোট সে
সাহসের পরম্পরা।
ইনসাফেরই বয়ান পেশে
আমরা জাগি দৃঢ়তায়,
বুলেট বারুদ আছে কত
মার দেখি তো বুক সীমায়?.....
জন্মভূমির শত্রু সকল
কোথায় ওরে খুনির দল
এক হাদী রে গুলি মেরে
ভাঙবে মোদের মনোবল?
লক্ষ হাদী বুক পেতেছি
কয়টা বুলেট মার দেখি
হৃদয় জুড়ে হকেরই প্রেম
ঈমান ভরা নয় মেকি
জন্মদেশের জন্য এ জান
রাখছি সবে আমানত
শকুন তোদের ঠাঁই দেবো না
পাও ফেলে দ্যাখ কেয়ামত
দ্যাশ ধ্বংসের নকশা সাজাও
শত্রু দেশের সীমানায়
আমজনতা হিসাব নেবে
বাঁচায় দেখিস কোন্ দাদায়?.....
ইন্টিরিমকে বলছি শোন
আর করো না ভণ্ডামি
ফ্যাসিবাদের দোসর আজো
ক্যামনে দেখায় গুণ্ডামি
দিচ্ছে কারা ওদের সুযোগ
করছে বয়ান প্রাসঙ্গিক
আঁকড়ে ধরো দালাল সকল
শত্রু ওরা সাংঘাতিক
প্রশাসনের ঘোমটা খুলো
নয় জনতা নামবে ফের
তোমার গদি ঝলসে যাবে
জ্বলবে আগুন জুলাইয়ের
আমরা হাদি আমরা জুলাই
আমরা থাকতে এ বাংলায়
শকুন থাবার ভয় দেখাবে
জন্ম নিছে কোন শালায়?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: