Ar Koto? (আর কতো?) | Lyrical Video | AI Version | Bayajid Al Banna
Автор: BAYAJID AL BANNA
Загружено: 2025-12-15
Просмотров: 3846
আর কতো!?!
কথা: মল্লিক মাহমুদ ও বায়জীদ আল-বান্না।
সুর: বায়জীদ আল-বান্না।
কণ্ঠ: এ.আই.
------------------------------------------------------------
============স্বরলিপি============
------------------------------------------------------------
এখনো তো শোনা যায় হায়েনার ডাক
প্রতি পদে পদে শুনি জালিমের হাক
এখনো তো খুঁজে যাই সোনালী সুদিন
আশাভরা প্রতিক্ষণ হারালো রঙিন।
আর কতো আর কতো
বসে বসে দেখবো
কিভাবে যে ঝরে যায় কত শত প্রাণ?
আর কতো আর কতো
গুনে গুনে রাখবো
কতো মায়ে হারালো যে তার সন্তান?
আর কতো আর কতো...
বিজয়ের কতো গান লেখা অকপটে
তবুও তো খুঁজে যাই বিজয়ের স্বাদ
রক্তের ইতিহাসও লেখা রাজপথে
তবুও তো প্রতিক্ষণ ঘেরা অবসাদ।
আর কতো আর কতো
দিকে দিকে বইবে
শহীদের তরতাজা রক্তের ঘ্রাণ?
আর কতো আর কতো
খরতায় সইবে
মায়ার পরশে গড়া ফুলের বাগান?
আর কতো আর কতো...
সবুজ আকাশে কতো উড়ছিলো পাখি
বুকে বাধা কত শত স্বপ্নের বিজ
কঠিন আঘাতে সব ভেঙে গেলো জানি
দুঃখের কাহনে আজ জড়ায় কামিজ।
আর কতো আর কতো
জুলুমাত রইবে
বিপ্লবী পাবে কবে তার সম্মান?
আর কতো আর কতো
এদেশের মানুষেরা
নিভৃতে সয়ে যাবে শত অপমান?
আর কতো আর কতো...
আর কতো আর কতো
বসে বসে দেখবো
কিভাবে যে ঝরে যায় কত শত প্রাণ?
আর কতো আর কতো
গুনে গুনে রাখবো
কতো মায়ে হারালো যে তার সন্তান?
আর কতো আর কতো...
-----------------------------------------------------------
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: