রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আসাদ ভাই | ওমর | বাচ্চু মোল্লা |
Автор: আশার আলো–Ashar Alo
Загружено: 2025-11-18
Просмотров: 252
একটি শোক সংবাদ, (৩)
আমি অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, চিথুলিয়া কান্দাপাড়া । মৃত মফিজ সরদারের ছেলে আসাদ সরদার আজ রাত-২টা ৪০ ঘটিকায় ইন্তেকাল করেছেন 10: টার সময় তার জানাজার নামাজ আদায় হওয়ার পর স্থানীয় গোরস্থানে দাফন করা হয় ।
একজন মুসলিম মৃত্যুবরণ করলে সাথে সাথে যা বলা উচিত, তা হলো:
"إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ"
উচ্চারণ: Innā lillāhi wa innā ilayhi rājiʿūn
অর্থ: “নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।”
— (সূরা আল-বাকারা: ২:১৫৬)
মৃত ব্যক্তির জন্য দোয়া করুন:*
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ
উচ্চারণ: Allāhumma ighfir lahu warhamhu
অর্থ: *হে আল্লাহ! তাকে ক্ষমা করুন এবং দয়া করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: