ও আমার দেশের মাটি। রবীন্দ্র সংগীত। সুব্রত রায়। O Amar desher mati । Tagore song । Subrata Roy ।
Автор: Subrata Roy Official
Загружено: 2026-01-25
Просмотров: 32
🎵 ও আমার দেশের মাটি- রবীন্দ্র সংগীত
🟢 পর্যায়: স্বদেশ
🔴 রাগ: পিলু- বাউল
🟢 তাল: দাদরা
💽 কন্ঠ : সুব্রত রায়
📷 Video Credit: Ansaruddin Mintu
📷🎧Videography & Editing: Subrata Roy
🎧 Please Use Head Phone
#TagoreSong #Tagore #RabindraSangeet #RabindranathTagore #rabindrasangeetlover
💽💽
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা--
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: