The sea off silence । Thespians de Dhaka । থিয়েটার নাটক।
Автор: Subrata Roy Official
Загружено: 2026-01-17
Просмотров: 49
ভিন্নধর্মী একটি নাটক মঞ্চায়ন হলো শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। দ্যা সি অফ সাইলেন্স নামের এ নাটকটি প্রেজেন্ট করেছে থেসপিয়ান দি ঢাকা প্রোডাকশন নাম নতুন একটি প্লাটফর্ম। তাজু, নুসরাত রেজা খান, অরুণা সিক্ত সাচী ও কাজী আমিন এর অভিনয় প্রশংসার দাবি রাখে। গল্পটির সারসংক্ষেপ এরূপ :-
ভিয়েতনামের হাইফোং বন্দর থেকে যাত্রা করে একটি যাত্রীবাহী জাহাজ, গন্তব্য লন্ডন। নানা শ্রেণি-পেশার মানুষে ভরা এই জাহাজে এক ছোট্ট পরিবারের উপস্থিতি যেন নিস্তরঙ্গ সমুদ্রের মাঝে এক আলাদা গল্পে সোফিয়া, তার স্বামী ডেভিড এবং কিশোরী কন্যা জেনি। এক ঝড়ের রাতে তাদের সম্পর্কের সীমারেখা মুছে দেয় সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ, আর ঝড়ো হাওয়া। এক অপরিচিত মাউথঅর্গানের সুর মিলে ধীরে ধীরে খুলে যায় মানুষের স্মৃতি, ভয়, আর গোপন অতীতের পরত। জাহাজের দুলুনির মতোই চরিত্রগুলোর জীবনে ওঠানামা করে সন্দেহ, ভালোবাসা, অপরাধবোধ ও মুক্তির আকাঙ্ক্ষা। সত্য ও ভ্রম, ভালোবাসা ও ঘৃণার মধ্যে তৈরি হয় এক ভয়ংকর দোলাচল।
"শেষ সুরের আগে যেখানে সমুদ্র শুধু পটভূমি নয়, বরং এক নীরব সাক্ষী, এক গোপন বিচারক।"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: