GEOGRAPHY || SET 13 || PAGE 448 || HIGH MADRASAH || MADDHYAMIK || TEST PAPER SOLVED || 2026 ||
Автор: Akbar Sir Class
Загружено: 2026-01-11
Просмотров: 44
GEOGRAPHY || SET 13 || PAGE 448 || HIGH MADRASAH || MADDHYAMIK || TEST PAPER SOLVED || 2026 ||
#akbar_sir_class
#akbar_sir_class
#akbar_sir_class
Topics:_
1. বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
1×14=14
1.1 বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে -
ক) পর্যায়ন
খ) অবরোহন
গ) আরোহন ঘ) পুঞ্জক্ষয়।
1.2 উল্কা পিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে সেটি হলো-
ক) আয়নোস্ফিয়ার
খ) মেসোস্ফিয়ার
গ) এক্সোস্ফিয়ার
ঘ) ট্রপোস্ফিয়ার।
1.3 চরম আর্দ্রতা পরিমাপের একক হলো
ক) গ্রাম প্রতি ঘনমিটার খ) ডবসন গ) মিলিবার ঘ) সেলসিয়াস।
TEST PAPERS 2025-26
449
14 উষু সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয়, তাকে বলে
ক) হিনপ্রাচীর
খ) হিমশৈল
গ) হিমানী সম্প্রপাত
ঘ) শৈবাল সাগর।
15 'মালনাদ' কথার অর্থ
ক) মৃতের দেশ খ) পাহাড়ী দেশ গ) মরুভূমির দেশ
ঘ) ধূলোর দেশ।
1.6 বার্ষিক উষুতার সর্বনিম্ন প্রসর দেখা যায়-
ক) মৌসুমি
খ) উষ্ণ মরু
গ) নিরক্ষীয়
ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে।
1.7 পুষ্টি মৌলের আবর্তন ঘটে-
ক) ভরাটকরণ
খ) স্ক্রাবার
গ) কম্পোস্টিং
ঘ) বর্জ্য পৃথককরণ।
18
গোদাবরী ও কৃষ্ণা নদীর ব-দ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো-
ক) কোলেরু
খ) পুলিকট
গ) চিল্কা
ঘ) ভেম্বানাদ।
1.9 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো-
ক) IRS
খ) LANDSET
গ) SPOT
ঘ) GOMS।
1.10 শিকড় আলগা শিল্প বলে
ক) চা শিল্পকে
খ) বস্তুবয়ন শিল্পকে
গ) কাগজ শিল্পকে
ঘ) লৌহ-ইস্পাত শিল্পকে।
III ভারতে ও পাকিস্তানের সীমারেখাটি হলো -
ক) ডুরান্ড লাইন খ) র্যাডক্লিফ লাইন গ) ম্যাকমোহন লাইন ঘ) LOC।
1.12 মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণে অবস্থান করে তা হলো-
ক) ১৮০০ খ) ৩৬০০ গ) ৯০° ঘ) ১২০০।
1.13 ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য হলো
ক) পশ্চিমবঙ্গ খ) পাঞ্জাব গ) হরিয়ানা ঘ) অন্ধ্রপ্রদেশ।
1.14 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো
ক) NH-6 খ) NH-44 গ) NH-34 ঘ) NH-12।
বিভাগ - খ.
2.1. নীচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে 'সত্য' ও যেটি ভুল তার পাশে 'মিথ্যা' লেখো:
1×6=6
2.1.1 পর্যায়ণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহিঃবিধৌত সমভূমি।
2.1.2 বায়ুর সঞ্চয়কার্যের ফলে ভেন্টিফ্যাক্ট গঠিত হয়।
2.1.3 উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়।
2.1.4 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে।
2.1.5 পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে।
2.1.6 লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
2.1.7 জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
12.2 উপযুক্ত শব্দ বসিয়ে শন্যস্থান পূরণ করো: (যে-কোনো ছটি)
1×6=6
বলে।
গান্ধী ইন্দিরা গান্ধী
2.2.2 আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অফা এককে প্রকাশ করা হয়।
2.2.3 চিনি শিল্পের বর্জ্য পদার্থকে বাগাস বলে
2.2.4
ভারতের দীর্ঘতম সেচখাল।
ইন্দিরা
সেচ
খাল
2.2.5 ম্যাপল একটি পপমোটা
উদ্ভিদ।
ধান্দ
বলে।
2.2.6 থর মরভূমিতে লবণাক্ত জলের প্লায়া হ্রদকে
2.2.7 ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো বিহার।
450
HIGH MADRASAH TEST PAPERS 2025-26
2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি)
1×4=4
2.3.1 বহিঃবিধৌত সমভূমি হিমবাহ সৃষ্ট নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে?
*
গোদাবরী
2.3.2 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? 2.3.3 ভারতে কোন পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয়? রূপও নলকূপ
2.3.4 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে?
পিক্সেল
2.3.5 কোন কোন স্রোতের ফলে নিউজিল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয়।
উষ ও শীতল সমুদ্রস্রোতের
2.3.6 প্লাস্টিক কোন ধরনের বর্জ্য। জৈব আলোর पंजड
2.3.7 ভারতে প্রথম কখন আদমসুমারী শুরু হয়েছিল? ১৮৭২ সালে
2.3.8 ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?
জামা পরে
2.4 বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো:
1×6=6
বামদিক
ডানদিক
2.4.1 মগ্নচড়া
1) টর্নেডো
2.4.2 কারেওয়া
2) হিমালয়
2.4.3 ক্রান্তীয় ঘূর্ণবাত
3) জম্মু ও কাশ্মীর
2.4.4 দুন
4) প্ল্যাংটন
বিভাগ - গ
3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
3.1 পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? অথবা সামাজিক বনসৃজন কাকে বলে?
2 × 6=12
3.2 মন্থকূপ কাকে বলে? অথবা বার্খান কী?
3.3 অ্যালবেডো কী? অথবা নিয়তবায়ু কাকে বলে?
3.4 প্ল্যাটফর্ম কাকে বলে? অথবা সেন্সর কী?
3.5 ইউট্রোফিকেশন কাকে বলে? অথবা তেজস্ক্রিয় বর্জ্য কী?
3.6 ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। অথবা বাগিচা কৃষি কী?
বিভাগ - ঘ
4. বিশ্লেষণাত্মক প্রশ্ন: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
3×4=12
4.1 সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। অথবা সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের তিনটি
প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।
4.2 ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। অথবা উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার
লেখো।
43 ভাবতের কান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ত্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য লেখো। অথবা
#akbar_sir_class
#akbar_sir_class
#akbar_sir_class
#akbar_sir_class
#akbar_sir_class
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: