কুণ্ডধান স্থবির ভান্তের অপদান জীবনী চাকমা ভাষা ভান্তের পিছে সুন্দরী নারী মূর্তি
Автор: Prajita & Arpita
Загружено: 2023-08-03
Просмотров: 6741
কুণ্ডধান স্থবির ভান্তের অপদান জীবনী @Chakma367
কুণ্ডধান স্থবির অপদান
☸️. সপ্তাহকালব্যাপী নিরোধসমাপত্তি ধ্যানে নিরত স্বয়ম্ভূ অগ্রপুদ্গল বুদ্ধকে আমি অতীব প্রসন্নমনে সেবা করেছিলাম।
☸️ ধ্যান হতে উঠেছেন জেনে আমি মহামুনি পদুমুত্তর বুদ্ধকে বড় একটি কলা দান করেছিলাম।
☸️. লোকনায়ক মহামুনি সর্বজ্ঞ ভগবান তা গ্রহণ করে আমাকে খুশি করার জন্য পরিভোগ করেছিলেন।
☸️. সার্থবাহ অনুত্তর সম্বুদ্ধ আমার দেওয়া কলাটি পরিভোগ করার পর বুদ্ধাসনে বসে এই গাথাগুলো বলেছিলেন :
☸️ এই পর্বতকে আশ্রয় করে যেই সমস্ত যক্ষ বাস করছেন এবং অরণ্যে যে সমস্ত ভূমিবাসী ও বৃক্ষবাসী দেবতা বাস করছেন তারা সকলেই আমার কথা মনোযোগ দিয়ে শোন।
৬☸️পশুরাজ সিংহের ন্যায় বুদ্ধকে যে ব্যক্তি সেবা করেছে এখন আমি তার গুণকীর্তন করব। তোমরা মনোযোগ দিয়ে শোন।
☸️ দেবলোকে সে এগারবার দেবরাজ ইন্দ্র হয়ে জন্মগ্রহণ করবে এবং পৃথিবীতে সে চৌত্রিশবার চক্রবর্তী রাজা হবে।
☸️আজ থেকে লক্ষকল্প পরে ওক্কাকুকুলে গৌতম নামক শাস্তা জগতে আবির্ভূত হবেন।
☸️শীলবান, অনাসক্ত অর্হৎ শ্রমণকে মিথ্যা অপবাদ দেওয়া-জনিত পাপকর্মের ফলস্বরূপ সে অযথা বদনামের অধিকারী হবে।
☸️ সে গৌতম বুদ্ধের শাসনে ধর্মৌরসজাত উত্তরাধিকারী হবে এবং সে কুণ্ডধান নামক শাস্তাশ্রাবক হবে।
[অতঃপর কুণ্ডধান স্থবির নিজের সম্বন্ধে বললেন]
☸️. আমি প্রবিবেকযুক্ত, ধ্যানরত ও ধ্যানী। শাস্তাকে তুষ্ট করে আমি অনাসক্ত হয়েই অবস্থান করি।
☸️. শিষ্য-পরিবৃত ভগবান বুদ্ধ ভিক্ষুসংঘকে সম্মুখে রেখে ভিক্ষুসংঘের মাঝে বসে শলাকা গ্রহণের আদেশ দিয়েছিলেন।
☸️আমি চীবর একাংশ করে লোকনায়ক বুদ্ধকে বন্দনা নিবেদনপূর্বক সবার আগে প্রথম শলাকা নিয়েছিলাম।
☸️সেই কর্মের দরুন দশ হাজার লোক কম্পনকারী ভগবান ভিক্ষুসংঘের মাঝে বসে আমাকে শ্রেষ্ঠস্থান দিলেন।
☸️. বীর্য আমার অতীব তীক্ষ্ণ এবং অনুত্তর যোগক্ষেম নির্বাণই আমার পরম আরাধ্য। সম্যকসম্বুদ্ধের শাসনে আমি অন্তিম দেহ ধারণ করেছি।
🇧🇩 চার প্রতিসম্ভিদা, অষ্ট বিমোক্ষ ও ষড়ভিজ্ঞা সাক্ষাৎ করে আমি বুদ্ধের শাসনে কৃতকার্য হয়েছি।
ঠিক এভাবেই আয়ুষ্মান কুণ্ডধান স্থবির এই গাথাগুলো ভাষণ করেছিলেন।
কুণ্ডধান স্থবির অপদান প্রথম সমাপ্ত।
. কুণ্ডধান-বৰ্গ ১. কুশুধান স্থবির অপদান
এই ছবিরও অতীত বুদ্ধগণের নিকট বিবিধ পুণ্যকর্ম অনুষ্ঠানের মাধ্যমে জন্মজন্মান্তরে সুখদ পুণ্য সঞ্চয় করতে করতে পদুমুত্তর ভগবানের সময় হংসবতী নগরে এক কুলীন পরিবারে জন্মগ্রহণ করেন। একদিন তিনি ভগবানের কাছে ধর্মোপদেশ শুনতে গেলেন। এমন সময় শান্তা একজন ভিক্ষুকে প্রথম শলাকা গ্রহণকারী ভিক্ষুদের মধ্যে শ্রেষ্ঠস্থান দিতে দেখে তিনিও সেই শ্রেষ্ঠস্থান প্রার্থনা করলেন এবং সেভাবেই পুণ্যকর্ম করতে লাগলেন। একদিন পদুমুত্তর বুদ্ধ সপ্তাহকালব্যাপী নিরোধসমাপত্তি ধ্যান হতে উঠে উপবিষ্ট আছেন, এমন সময় তাকে তিনি মনোশিলাচূর্ণ ও কদলীফল দান করেন। ভগবান তা গ্রহণ করে পরিভোগ করেন। সেই পুণ্যের ফলে তিনি এগারবার দেবলোকে রাজত্ব করেন এবং চব্বিশবার চক্রবর্তী রাজা হন।
এভাবে তিনি বিবিধ পুণ্যকর্ম করে দেবলোকে ও মনুষ্যলোকে বহুবার জন্ম নিয়ে কাশ্যপ বুদ্ধের সময় এক ভূমিবাসী দেবতা হয়ে জন্মগ্রহণ করেন। দীর্ঘায়ু বুদ্ধগণের সময় পনের দিনে উপোসথ হয় না। তাই বিপন্থী বুদ্ধের সময় ছয় বৎসর অন্তর অন্তর একবার উপোসথ হতো। একদিন কাশ্যপ বুদ্ধের প্রাতিমোক্ষ আবৃত্তির নিনে দুজন বন্ধু ভিক্ষু সেখানে উপোসথ করার ইচ্ছায় যাচ্ছিলেন। তখন এই ভূমিবাসী দেবতা ভাবলেন, 'তাদের দুজনের বন্ধুত্ব ভাঙা যায় কি না একবার পরীক্ষা করা উচিত।' এই ভেবে সেই ভূমিবাসী দেবতা সেই দুজন ভিক্ষুর অনুরে থেকে সুযোগ খুঁজতে লাগল।
অনন্তর একজন স্থবির অপর স্থবিরের হাতে চীবর রেখে মলত্যাগের জন্য জন্য জঙ্গলে প্রবেশ করলেন। মলত্যাগ শেষে হাত-পা ধুয়ে ফিরে আসতে লাগলেন। এমন সময় দেবতা সুযোগ পেয়ে স্ত্রীবেশে স্থবিরের শরীর মুছতে মুছতে তার পেছনে পেছনে আসতে লাগল। সঙ্গী ভিক্ষু এমন দৃশ্য দেখার পর অতিশয় দুঃখিত হয়ে বললেন, 'অহো, এই ভিক্ষু নষ্ট হয়ে গিয়েছে। আগে যদি এমন জানতাম, তাহলে এতদিন তার সঙ্গে থাকতাম না।' সেই স্থবির ভিক্ষু আসার সাথে সাথেই তাকে বললেন, 'বন্ধু, এই নেন আপনার পাত্র-চীবর। আপনার ন্যায় পাপী ভিক্ষুর সঙ্গে আমি যাব না। স্থবিরের এমন কথা শুনে তার হৃদয় যেন তীক্ষ্ণ বাণে বিদ্ধ হলো। তখন বেশ অপ্রতিভ হয়ে জিজ্ঞেস করলেন, “বন্ধু, আপনি এমন কথা বলেছেন কেন? আমি এতদিন সামান্য পাপও করিনি।
ঘুদকনিকায়ে অপদান (প্রথম
আজ আপনি আমার এমন কী দোষ দেখতে পেলেন?' 'অন্য কিছু দেখার আর কী আছে, এখনই তো আপনি একজন অলংকৃতা স্ত্রীর সাথে জঙ্গল হতে বের হয়ে আসছিলেন।' 'কোথায়, আমি তো এমন কোনো স্ত্রীলোক দেখছি না। এভাবে তিনবার বলা সত্ত্বে তিনি তার কথায় বিশ্বাস স্থাপন করতে পারছিলেন না। কারণ, তিনি তার সাথে না গিয়ে অন্য রাস্তা দিয়ে শান্তার নিকট গেলেন। বন্ধু স্থবির ও অন্য রাস্তা দিয়ে বুদ্ধের কাছে গেলেন।
অতঃপর ভিক্ষুগণ উপোসথাগারে প্রবেশ করার সময় সেই ভিক্ষু বন্ধু ভিক্ষুকে দেখে ‘আমি এই পাপী ভিক্ষুর সাথে উপোসথ করব না।' এই ভেবে উপোসথাগারের বাইরে দাঁড়িয়ে থাকলেন। যখন ভূমিবাসী দেবতা ভাবলেন, 'বাস্তাবিক আমি বড়ই অন্যায় কাজ করেছি।' পুনঃরায় দেবতা এক বৃদ্ধ বেশে স্থবিরের নিকট এসে প্রশ্ন করলেন, 'ভন্তে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন?" *উপাসক, এই উপোসঘাগারে এক পাপী ভিক্ষু প্রবেশ করেছে। আমি তার সাথে উপোসথ করব না। তাই বাইরে দাঁড়িয়ে আছি। ভন্তে, আপনি এরূপ মনে করবেন না। উনি একজন সুশীল ভিক্ষু। আপনি যেই স্ত্রীলোকটিকে দেখেছেন, তা অন্য কাউকে মনে করবেন না। আমিই সেই স্ত্রী লোক। আপনাদের মৈত্রীভাবের পরীক্ষার জন্য এবং সুশীল-দুঃশীলতা পরীক্ষার জন্য আমিই সেই কাজটি করেছি।' @Buddhor_Hoda23
Music Credit👉
Martian Cowboy by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/...
Source: http://incompetech.com/music/royalty-...
Artist: http://incompetech.com/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: