Adi Kailash Om Parvat Bike trip... Episode 6...Darma valley to Pithoragarh
Автор: Rays travelogue
Загружено: 2025-12-03
Просмотров: 43
16th October আমরা দারমা ভ্যালিকে বিদায় জানিয়ে রওনা দিয়েছিলাম পিথোরা গড়ের উদ্যেশ্যে। পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেক আমরা করিনি কারণ আমি একটু ক্লান্ত ছিলাম আর দান্তু গ্রাম থেকে খুব সুন্দর সূর্যোদয় ও পঞ্চচুল্লির ওপর তার শোভা দেখে মন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। Darma ভ্যালির ভয়ঙ্কর ওয়াটার ক্রসিংগুলো একে একে পার করে (একটাতে আছাড়ও খেয়েছিলাম) এবং ধ্বসে দুবার ঘণ্টা দুয়েক আটকে পড়ার পর ঠিক দুপুর একটায় Dharchula পৌঁছাই। মজার কথা হচ্ছে আমরা Dharchula থেকে যেদিন Gunji গিয়েছিলাম সেদিনও দুপুর একটায় Dharchula থেকে রওনা দিয়েছিলাম!
Dharchula তে সুন্দর একটা আর্মি ক্যান্টিনে পেট ভরে লাঞ্চ সেরে নিই। বুলেটের তেল প্রায় শেষ হয়ে গিয়েছিল। Dharchula তেই ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম। তারপর আবার এগিয়ে চলা। বিকেল সাড়ে পাঁচটায় আমরা পৌঁছাই পিথোরাগড় থেকে 12 কিমি আগে নৈনিপাতাল নামে খুব সুন্দর একটি জায়গায়। এখানেই শিবকৃপা হোটেলে আমরা থাকার সিদ্ধান্ত নিই। এখান থেকে হিমালয়ের নন্দাদেবী রেঞ্জের দারুণ ভিউ পাওয়া যায়। রাতে এক গামলা চিকেন কারী দিয়ে রুটি সাঁটিয়ে দারুণ তৃপ্তি পেয়েছিলাম দুজনে। পরদিন সকালে গ্রামটা একটু ঘুরে দেখেছিলাম, স্থানীয় একজনের বাড়িতে চা খাওয়ার আমন্ত্রণ পেয়ে আপ্লুত হয়েছিলাম।
কুমায়ূন হিমালয় আমাকে এবারে দুহাত উজাড় করে দিয়েছে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: