🌿কৃষি ধামের গান, সত্যপিরের গান। পালা গ্রামের গান।
Автор: Arabi Agro
Загружено: 2025-10-13
Просмотров: 158
গ্রামের সন্ধ্যা নেমে এসেছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে মাটির ঘ্রাণ। হঠাৎ দূর থেকে শোনা যায় ঢোলের তাল, বাঁশির সুর — বুঝে নিতে দেরি হয় না, আজ গ্রামের সতপিরের গান বসেছে।
বৃদ্ধ-যুবক সবাই ছুটে আসে সেই মাঠে। কেউ বসেছে পাটের চটে, কেউবা গাছের নিচে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছে পীরের কথা আর গানের মরমি সুর।
গানের মাঝে লুকিয়ে আছে আল্লাহর প্রেম, নবীর প্রশংসা, মানুষের জীবনের শিক্ষা।
কেউ হাত তুলে দোয়া করছে, কেউ চোখ মুছে নিচ্ছে নীরবে — এ যেনো গ্রামের আত্মার এক উৎসব।
ঢোলের তালে তালে মাটির মানুষগুলো হারিয়ে যায় এক মায়াময় ভুবনে,
যেখানে নেই বিভেদ, নেই স্বার্থ — শুধু আছে ভক্তি, শান্তি আর একতা।
সতপিরের এই গান বসে, গ্রামের মানুষের মনে এনে দেয় প্রশান্তি —
যেনো রাতভর সেই সুরে ভেসে থাকে পুরো গ্রাম,
আর ভোর হলে সূর্যের আলোয় জেগে ওঠে নতুন দিনের আশায়...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: