“আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি “ এই গান গাইলে আপনি দেশদ্রোহী।
Автор: বাংলা বাজার BANGLA BAZAR
Загружено: 2025-10-31
Просмотров: 53405
এই কদিন আগে পর্যন্ত আমাদের কেউ কেউ টিটকিরি দিয়ে বাংলাদেশীদের বলতো, তোদের, তোমাদের, আপনাদের দেশের জাতীয় সঙ্গিতটাও আমাদের দেশের রবি ঠাকুরের লেখা। এখন সেই বাংলাদেশীরা হ্যা হ্যা করে হাঁসছে, দাঁত কেলিয়ে বলছে গা, গা না, গা। জেলে পুরে দেবে তোদের দেশের পুলিশ। হ্যাঁ রবি ঠাকুরের সোনার বাংলা গাইলে আপনি দেশদ্রোহী। অসমের মূখ্যমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র পর্যন্ত জানাচ্ছে এই গান গাওয়া দেশদ্রোহীতা। হ্যাঁ ইনি হলেন শেহেজাদ পুনাওয়ালা, ইনি বলছেন কংগ্রেসের দপ্তরে কেন আমার সোনার বাংলা যা নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটা গাওয়া হল? এটা নাকি দেশদ্রোহিতা, এই শান্তির ছেলে জানেই না এটা রবি ঠাকুরের গান, জানেই না রবি ঠাকুর, শান্তি নিকেতন, বাংলা ভাষা, এই বরাহ নন্দনের জানা নেই এই গান কেন কবে কোথায় লিখেছিলেন, গেয়েছিলেন রবিঠাকুর। জানেন না কার আগ্রহ আর নির্দেশে এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে। বিজেপির শান্তির ছেলেরা এসব জানবে, এসব ইতিহাসের খবর রাখবে, দেশের স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতকেরা দেশের স্বাধীনতা আন্দোলনের কথা জানবে এটা আমি আশাও করি না। কিন্তু এই বরাহ নন্দন সেখানেও মঞ্চ হাজির করে বসেছিলেন, যেখানে আমাদের হিন্দু হৃদয় সম্রাট ফেকুজি, টেলিপ্রম্পটারে দেখে দেখে আমার সূনার বাংলা আমি তোমায় ভালবাসি আউড়েছেন, তু হয়েছিল টা কী? বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় কংগ্রেস দপ্তরে সেবাদলের এক অনুষ্ঠানে কংগ্রেসের এক প্রবীণ কর্মী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সামান্য কিছু বলতে গিয়ে কবিগুরুর লেখা 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' গানটা খালি গলায় পরিবেশন করেন, মানে সেই গান গাওয়ার কোনও প্রস্তুতিও ছিলনা। আর তাদের এদিনের অনুষ্ঠানের শুরুতে 'বন্দেমাতরম' সঙ্গীত ও অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত গেয়েই অনুষ্ঠান শেষ করা হয়েছে। কিন্তু বিজেপি'র আইটি সেল ঐ সভাতে গাওয়া 'সোনার বাংলা' গানটা সামাজিক মাধ্যমে ভাইরাল করে বলে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। বিজেপি'র প্রচার এতোটাই তুঙ্গে তুলে যে গুয়াহাটির বড় অংশের অসমিয়া সংবাদমাধ্যম বিজেপি'র সূরে সুর মিলিয়ে করিমগঞ্জ কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে বলে প্রচার শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বলেছে, "শ্রীভূমি জেলায় কংগ্রেসের এক সভায় বাংলাদেশের জাতীয় সংগীত ভারতের রাষ্ট্রীয় সংগীতের মতো সম্মান প্রদর্শন করে পরিবেশন করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীত আসামে পরিবেশন করা আমরা কোনো অবস্থায় মেনে নেবো না। সেজন্য শ্রীভূমি জেলার, মানে আগের করিমগঞ্জ জেলার কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে নির্দিষ্ট ধারা বসিয়ে গ্রেপ্তার করা হবে ও আইনি ব্যবস্থা নেওয়া হবে "।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: