3 ধরনের টগর ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা ও কুঁড়ি ঝরা পতিরোধ।Tagar plant care ।Green friends ।
Автор: Green Friends
Загружено: 2020-04-09
Просмотров: 101001
আমরা যারা বাগান করি সবাই এর কাছে টগর ফুল গাছ অবশ্যই আছে একটা দুটো ।বেশি ফুল ও ঠাকুর কে দেওয়ার জন্য সবাই বসাই টগর ফুল গাছ ।যদি মাটি তে বসানো হয় তাহলে খুব বড়ো গাছ হয় ও প্রচুর ফুল পেতে পারেন এই সময়। মূলত সারা বছর ফুল দেবে এই টগর ফুল গাছ ।নরমাল মাটি তৈরি করুন সাথে কিছুটা কমফোষ্ট মিশিয়ে নিন একমুঢো নিম খোল ও হাড়ের গুড়ো নিন ।রৌদ্র তে রাখতে হবে গাছটি প্রচুর ফুল দেবে ।আর ৫ টি গাছ এর মতো কেয়ার লাগবে ।টবের মাটি একটু শুকিয়ে গেলে তবে জল দেবেন ।আবার বেশী শুকিয়ে গেলে জল কম হলে পাতা হলুদ ও কুঁড়ি ঝরে পড়ে যাবে। আবার জল বেশি হলেও চলবে না এই গাছ এর জন্য এই টুকু খেয়াল রাখতে হবে। নরমাল খাবার। যে কোন মিক্সড খাবার দিন বা NPK 19 1919 ব্যবহার করুন. পোকা লাগলে কীটনাশক ব্যবহার নয়। পোকা যাতে না ধরে সেই ব্যবস্থা করূন। নিম তেলের স্প্রে যদি সপ্তাহে একদিন স্প্রে করেন তাহলে আর পোকা আসবে না ।যদি পোকা ধরে তাহলে ।কনফিডার কীটনাশক ব্যবহার করুন 10 দিন ছাড়া স্প্রে করুন ঠিক হয়ে যাবে ধন্যবাদ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: