Ay maa dakat kali । আয় মা ডাকাত কালী । মৃণালকান্তি ঘোষ ১৯৪০ । আদি রেকর্ড ও স্বরলিপি। নজরুল সঙ্গীত
Автор: Nazrul sangeet Adi Record & Swaralipi
Загружено: 2024-02-11
Просмотров: 389
তাল: দ্রুত-দাদ্রা
আয় মা ডাকাত কালী আমার ঘরে কর ডাকাতি
যা আছে সব কিছু মোর লুটে নে মা রাতারাতি॥
আয় মা মশাল জ্বেলে, ও তোর ডাকাত ছেলে ভৈরবেরে করে সাথি
জমেছে ভবের ঘরে অনেক টাকা যশঃখ্যাতি
কেড়ে মোর ঘরের চাবি, নে মা সবই পুত্র কন্যা স্বজন জ্ঞাতি॥
মায়ার দুর্গে আমার দুর্গা নামও হার মেনেছে
ভেঙে দে সেই দুর্গ আয় কালিকা তা থৈ নেচে, আয় আয় আয়।
রবে না কিছুই যখন রইবি শুধু মা ভবানী
মুক্তি পাব সেদিন টানবো না আর মায়ার ঘানি
খালি হাতে তালি দিয়ে কালী বলে উঠবো মাতি
কালী কালী কালী বলে উঠবো মাতি
কালী কালী কালী বলে, খালি হাতে তালি দিয়ে উঠবো মাতি॥
কাজী নজরুলের গানের শুদ্ধ সুর ও শুদ্ধ বাণী প্রচার ও প্রসারের লক্ষে এই প্রয়াস ।
This effort is aimed at spreading the original melody and words of Kazi Nazrul's songs.
নজরুল সঙ্গীত স্বরলিপি - ১৯
স্বরলিপি সৌজন্যে - কবি নজরুল ইন্সিটিউট (বাংলাদেশ) [নজরুল সঙ্গীত স্বরলিপি প্রমাণিকরণ পরিষদ দ্বারা সত্যায়িত]
#nazrul_song #najrulgeeti #najrul #নজরুল_সংগীত #নজরুলগীতি
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: