ঘাড় ও গলায় কালো দাগ এর কারন এবং প্রতিকার।
Автор: Take Care for Healthy Life
Загружено: 2022-11-03
Просмотров: 2073
অনেকেরই গলায় ও ঘাড়ে কালো দাগ দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি অ্যাকানথোসিস নিগ্রিকানস বলে । এ দাগকে অনেকেই ময়লা ভেবে ভুল করেন। ময়লা পরিষ্কারের জন্য সাবান দিয়ে গলা ও ঘাড়ে ঘষাঘষি করেন। তবে অতিরিক্ত ঘষাঘষির কারণে ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে এবং দাগ আরও গাঢ় হতে পারে।
অনেক ক্ষেত্রে কালো হওয়ার পাশাপাশি ত্বকের পুরুত্বও বেড়ে যায়। খসখসে মনে হয়। পরে ত্বকে ভাঁজ দেখা দেয় এবং চুলকানির সৃষ্টি হয়। অনেক সময় ত্বক জ্বলতে থাকে। কখনো কখনো ঘামে দুর্গন্ধ হয়। চল্লিশোর্ধ্ব নারীদের ৮০ শতাংশই এ সমস্যায় ভুগতে পারেন।
ঘাড় ও গলায় কালো দাগ এর কারণ
মূলত ওজনাধিক্য এর কারণ। জিনগত কারণও গুরুত্বপূর্ণ।
ইনসুলিন রেজিস্ট্যান্স এর একটি অন্যতম কারণ।
তাই ডায়াবেটিস ও ওজনাধিক্য, উচ্চ রক্তচাপ,
পিসিওএস ও হাইপারথাইরয়েডিজম থাকলে
অ্যাকানথোসিস নিগ্রিকানসের প্রবণতা বেশি হয়।
প্রখর রোদেও সানবার্ন হয়ে গলা ও ঘাড় কালো হতে পারে।
ধাতব মোটা চেইন ব্যবহারের কারণেও গলা ও ঘাড়ের ত্বক কালো হতে পারে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: