থাই আপেল ভারত সুন্দরী খূল চাষে বিঘায় ৩ লাখ টাকা বিক্রি | উদ্যোক্তার খোঁজে
Автор: উদ্যোক্তার খোঁজে
Загружено: 2025-12-27
Просмотров: 1406
থাই আপেল কুল (Thai Apple Ber) হলো এক প্রকার মিষ্টি ও বড় আকারের কুল (বরই), যা দেখতে অনেকটা ছোট আপেলের মতো এবং প্রচলিত বাউকুলের চেয়ে আকারে অনেক বড় হয়; এটি থাইল্যান্ড থেকে আসা একটি উন্নত জাত, যা উচ্চ ফলনশীল ও বাণিজ্যিক চাষের জন্য খুব লাভজনক, এবং এতে প্রচুর ভিটামিন, মিনারেল ও ফাইবার থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী।
আকার ও আকৃতি: আপেলের মতো গোলাকার বা সামান্য ডিম্বাকৃতির, আকারে বড়।
রং: সবুজ বা হালকা হলুদের ওপর লালচে আভা থাকে।
স্বাদ: খুব মিষ্টি ও রসালো হয়।
ফলন: বাণিজ্যিকভাবে খুব লাভজনক এবং ভালো ফলন দেয়
#কুল #ভারত_সুন্দরী #থাই_আপেল
----------------------------------------------------------------------------------------------------------------------
সতর্কতাঃ
আমরা বিশ্বাস করি যে, কৃষকের স্বপ্নে গড়া খামার কে মাত্র ১০-১৫ মিনিটের ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তাই আরো বিস্তারিত জানতে আপনি সরাসরি খামার পরিদর্শন করতে পারেন।
আমাদের প্রতিবেদন দেখে কেউ টাকা লেনদেন করে প্রতারিত হলে “উদ্যোক্তার খোঁজে” চ্যানেল তার জন্য দায়বদ্ধ থাকবে না।
আপনি নিজে ভালভাবে যাচাই করে তারপর লেনদেন করুন।
আমাদের কাজ হল উদ্যোক্তাকে আপনাদের মাঝে তুলে ধরা।
আপনার খামারের প্রতিবেদনের জন্য যোগাযোগ করুন আমাদের চ্যানেলের নাম্বারে (01705643615) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
----------------------------------------------------------------------------------------------------------------------
সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সাথে ফেসবুকে এই লিংকেঃ / uddokterkhoje.facebook
আপনার যেকোন ধরনের মতামত বা অভিযোগ জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ / uddokterkhoje
----------------------------------------------------------------------------------------------------------------------
খামারির ঠিকানাঃ
মোঃ হারুন শেখ
চাঁদপুর,মধুখালী,ফরিদপুর
যোগাযোগঃ 01726-405894
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: