“পোড়া বেগুনের পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ভর্তা | Traditional Bengali Begun Bhorta Recipe”
Автор: mithurani podder kundu
Загружено: 2025-12-02
Просмотров: 74
আজকের রেসিপি একদম সৎ নিরামিষ—পেঁয়াজ রসুন ছাড়া বেগুন ভর্তা। ধোঁয়া ওঠা পোড়া বেগুন, কাঁচালঙ্কার ঝাঁঝ আর সরষে তেলের খাঁটি ঘ্রাণে তৈরি এই ভর্তা ভাতের সাথে দুর্দান্ত লাগে। উপকরণ কম হলেও স্বাদ কিন্তু একেবারে জমে যাবে!
এই ভিডিওতে দেখানো হয়েছে—
✔️ কীভাবে বেগুন নিখুঁতভাবে পোড়ালে দারুণ সুগন্ধ আসে
✔️ পেঁয়াজ–রসুন বাদ দিয়ে ভর্তাকে সুস্বাদু করার টিপস
✔️ সরষে তেল ও কাঁচালঙ্কার সঠিক ব্যবহার
✔️ ঘরোয়া নিরামিষ বাঙালি স্টাইলে ভর্তা তৈরির পদ্ধতি
এই ভর্তা উপোষ, নিয়ম বা সাদা ভাতের সাথে খুব ভালো মানিয়ে যায়। একবার ট্রাই করলে এর হালকা, ধোঁয়াটে ঘ্রাণ আপনার মন জয় করে নেবে।
👉 যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই LIKE, COMMENT & SHARE করবেন।
👉 আরও এমন সহজ নিরামিষ বাঙালি রেসিপি পেতে চ্যানেলটি SUBSCRIBE করে রাখ
পেঁয়াজ রসুন ছাড়া বেগুন ভর্তা
Niramish Begun Bhorta
।।।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: