মোবাইল শপে কিনতে গিয়ে "তোমার সামর্থ্য নেই" শুনলো—দোকানটাই কিনে নিলো সেই ছেলে!
Автор: মন ছুয়ে যায়
Загружено: 2025-12-21
Просмотров: 14545
আরিফ হোসেন, একজন সফল স্টার্টআপ উদ্যোক্তা, মায়ের জন্য মোবাইল কিনতে "টেক হাব" শোরুমে যায়। সাধারণ পোশাকের কারণে ম্যানেজার তাসনিয়া তাকে অপমান করে দোকান থেকে বের করে দেয়। তাসনিয়া জানে না, আরিফের ব্যাংকে সদ্য ১৫ কোটি টাকা এসেছে। ক্ষুব্ধ আরিফ ৯০ লাখ টাকা দিয়ে পুরো দোকান কিনে নেয়। পরদিন নতুন মালিক হিসেবে হাজির হলে তাসনিয়া স্তম্ভিত হয়। কিন্তু প্রতিশোধ নেওয়ার বদলে আরিফ তাকে সংশোধনের সুযোগ দেয়—তিন মাস সাধারণ কর্মচারী হিসেবে কাজ করার শর্তে তার লোন পরিশোধ করে দেয়। তাসনিয়া পরিবর্তিত হয় এবং পুনরায় ম্যানেজার হয়। গল্পটি শেখায়—টাকা ক্ষমতা দেয়, কিন্তু চরিত্র সম্মান দেয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: