রোমান্টিক গল্প ||এত বছর যাবৎ যে পুরুষটিকে অহি ভালোবেসেছে,যে পুরুষটির জন্য অপেক্ষা করেছে তাকেই আজ
Автор: Golpo Kotha
Загружено: 2025-12-26
Просмотров: 2308
এত বছর যাবৎ যে পুরুষটিকে অহি ভালোবেসেছে,যে পুরুষটির জন্য অপেক্ষা করেছে তাকেই আজ তার প্রিয় বান্ধবী হৈমির বর হিসেবে দেখে অহি অবিশ্বাস্য দৃষ্টিতেই চেয়ে থাকে। তার কি কষ্ট হচ্ছে? নিঃশ্বাস রোধ হয়ে আসছে কেন? নাকি বুকের ভেতর কেউ নিয়মিত চাকু বসাচ্ছে? এত যন্ত্রনা ! অহির বোধহয় শ্বাস বন্ধ হয়ে আসছে।নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে! হৃদয়ের ভেতর অদ্ভুত এক আঘাত যেন দুমড়ে মুঁছড়ে দিল তার সমস্ত জীবন।ক্রমাগত তীর চালিয়ে কেউ যেন খুব সযত্নে তার হৃদয়টা ক্ষতবিক্ষত করল। অহি না চাইলেও তার চোখ টলমল করে কেমন।কষ্টে, যন্ত্রনায় সে জামা মুঁছড়ে ধরে। শরীর গুলিয়ে আসছে কেমন। মুহুর্তের মধ্যেই বোধগম্য হলো চোখে ও ঝাপসা দেখছে। এমনকি সাদিদ এহসান, তার ভালোবাসার মানুষটিকেও সে অস্পষ্টই দেখতে পাচ্ছে চোখের সামনে। অহির টলমলে চোখের জ্বালা কমে না। বরং যুক্ত হলো তার সবসময়ের সঙ্গী শ্বাসকষ্টটাও। অহি এত এত ভীড়, এত এত হৈ চৈ এর মাঝে টিকে থাকতে পারল
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: