অসাধারণ একটা গল্প ||"কেমন কাটছে রে ফুল-শয্যা?"শেষের শব্দ টিপ্পনীর সুরে টেনে টেনে বলল নয়ন।
Автор: Golpo Kotha
Загружено: 2025-12-27
Просмотров: 791
"কেমন কাটছে রে ফুল-শয্যা?"
শেষের শব্দ টিপ্পনীর সুরে টেনে টেনে বলল নয়ন। সাথের ঐরব চোখ টিপে জবাবে বলল,
"আজ নতুন নাকি?"
"জিনিসটা তো নতুন। স্বাদও তো অন্যরকম হওয়ার কথা।"
নয়নেরও চোখ টিপে মুখের উপরে রাখা উত্তর। যাকে নিয়ে এসব সমালোচনা সে চুপচাপ বসে চায়ের কাপে আরামসে চুমুক দিচ্ছে। সেসব দেখে অতিষ্ঠ হয়ে আশিক ত্যাঁতানো কণ্ঠে বলল,
"তোর মুখ খুলবি নাকি আমরা তোর প্যান্ট খু*?"
শেষ চুমুকে শব্দ করে তৃপ্তির ঢেঁকুর তুলে রূপমের প্রত্যুত্তর,
"এই যে, এরকম কেটেছে।"
"ধুর, বাল! এটা কোনো কথা হইলো?এক সপ্তাহ পর এসে এই কথা!"
নয়নের মেজাজ বিগড়েছে, তাই মুখে গালিগালাজের আগমন ঘটেছে। ঐরব বুঝিয়ে বলার প্রেক্ষিতে বিশ্লেষণ করল,
"দেখলি না, এতক্ষণ চুপচাপ আরাম করে বসে একটু একটু ধীরে ধীরে চা চুমুক দিয়ে খাচ্ছিলো, শেষে এসে তৃপ্তি সহকারে ঢেঁকুর দিলো। বুঝছ মামু।"
ঐরবের ইঙ্গিতপূর্ণ মন্তব্যতে এবার একমত পোষণে বাকি বন্ধুরা একযোগে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: