#আমায়_রেখো_প্রিয়_প্রহরে
Автор: গল্পবাড়ি
Загружено: 2024-02-20
Просмотров: 10550
#আমায়_রেখো_প্রিয়_প্রহরে # ১ম অংশ #গল্প#Heart Touching story #Bangla short story #Romantic Story
#লেখনীতে- -প্রিমা ফারনাজ চৌধুরী
#জীবনের গল্প
#সত্য ঘটনা অবলম্বনে
বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার পরেই সুজানার খেয়াল হলো ছাতাটা সে সাথে করে নেয়নি। রিকশা থেকে নেমে বান্ধবী মেহুলের বাড়ির পথে পা রাখতে না রাখতেই অন্তরীক্ষের ফাটলে অঝোরে বর্ষণ নেমেছে ধরণীতে। রাস্তায় থৈ থৈ করছে পানি। ফাঁকা রাস্তা। মাঝেমাঝে দু একটা গাড়ি যাচ্ছে আসছে। তারমধ্যে ব্যাগটা বুকের সাথে চেপে ছুটছে সুজানা। সে ভিজে গেলেও ব্যাগটাকে ভিজতে দেয়া যাবেনা। ত্বরিতে দৌড়ানোর কারণে পায়ে পড়া দু ফিতার জুতোটা তখন ছলাৎছলাৎ আওয়াজ তুলতে ব্যস্ত। গায়ের সেলোয়ার-কামিজ কামিজ ওড়না প্রায় ভিজে জবজবে হয়ে উঠেছে। ঠিক তখনি বৃষ্টির সুরের সাথে পুরুষালি কন্ঠের স্বর ভেসে এল।
এক্সকিউজ মি......সুজানা কৌতূহল নিয়ে কপাল আর চোখমুখ কুঁচকে পেছনে ফিরতেই দেখলো সাদা কালো চেইক শার্ট পরিহিত একটা ছেলে ছুটে এসে মাথার উপর ছাতা ধরলো। হাঁপাতে হাঁপাতে ইশারা করলো ছাতাটা ধরার জন্য। যা বলা হলো সুজানা তাই করলো। ছাতাটা ধরে আগ্রহ নিয়ে চেয়ে রইলো হাঁটুতে হাত রেখে হাঁপাতে থাকা ছেলেটার দিকে। কয়েক সেকেন্ড পার হতেই ছেলেটা নিজেকে স্বাভাবিক করে সুজানার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এতে সুজানা জড়তা-সংকোচে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে দূরত্বে দাঁড়াতেই ছাতার থেকে গড়িয়ে পড়া পানিতে তার পিঠ ভিজে যাচ্ছে। ছেলেটা ছাতাটা নিয়ে নিল। গলায় অভিযোগ মিশিয়ে বলল..
আপনাকে আমি অনেক্ক্ষণ ধরে ডাকছিলাম। আপনি ফিরছিলেন না।
বলেই ছেলেটা ছাতাটা সুজানার মাথার উপর রাখলো। সুজানা ব্যাগটা আরও জোরে চেপে ধরে কিছু বলবে তখনি ছেলেটা জিজ্ঞেস করলো
এই জায়গাটার নামটা বলতে পারেন ? আমি ভুলে গেছি। ড্রাইভারকে বলতে পারছিনা।
• অদ্ভুত_আঁধার_এক
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: