গুপ্তিপাড়া বেড়ানো, গুপো সন্দেশ খাওয়া।। একদিনের ট্রিপ।। যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa Guptipara
Автор: DRISHYAKALPO MEDIA
Загружено: 2023-02-28
Просмотров: 16650
গঙ্গাপাড়ের ছোট্ট জনপদ গুপ্তিপাড়া, অথচ তার পরতে পরতে জড়িয়ে রয়েছে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের ছোঁয়া। একসময় সংস্কৃত ভাষা ও সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান চর্চা ও তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র ছিল গুপ্তিপাড়া। অবিভক্ত বঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি গুপ্তিপাড়াও হয়ে উঠেছিল সংস্কৃত ভাষা শিক্ষা ও চর্চার অন্যতম পীঠস্থান। সুপ্রাচীন মন্দির, সবুজ প্রকৃতি, বিখ্যাত মানুষের বাড়ি, ধর্মীয় আবহ, সব মিলিয়েএকদিনে বেড়ানোর আদর্শ স্থান। কলকাতার কাছেই। সঙ্গে উপরি পাওনা, বিখ্যাত গুপো সন্দেশ। যাওয়া এবং খাওয়ার এই পর্বে তাই আমরা আজ এসেছি গুপ্তিপাড়ায়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: