ঝরে বারি গগনে ঝুরুঝুরু
Автор: SANGEET SHONDHA সঙ্গীত সন্ধ্যা
Загружено: 2025-10-18
Просмотров: 160
ঝরে বারি গগনে ঝুরু ঝুরু।
জাগি একা ভয়ে নিদ্ নাহি আসে,
ভীরু হিয়া কাঁপে দুরু দুরু॥
দামিনী ঝলকে, ঝনকে ঘোর পবন
ঝরে ঝর, ঝর নীল ঘন।
রহি' রহি' দূরে কে যেন কৃষ্ণা মেয়ে
মেঘ পানে ঘন হানে ভুরু॥
অতল তিমিরে বাদলের বায়ে
জীর্ণ কুঢীরে জাগি দীপ নিভায়ে,
দূরে দেয়া ডাকে গুরু গুরু॥
ভাবার্থ: এই গানে ঝঞ্ছা-বিক্ষুব্ধ বর্ষণমুখর রাত্রির সৌন্দর্য ও নিঃসঙ্গতাজনিত ভয়ের যুগলবন্দীতে বর্ষার রাত্রি হয়ে ওঠেছে ভয়ঙ্কর সুন্দর।
মেঘাচ্ছন্ন রাতের অবিরাম ঝরে পড়া বর্ষণের মাঝে, আকাশের বুক চিরে নেমে আসা নীলভ বিদ্যুৎ চমকে, ঝঞ্ঝাবিক্ষুব্ধ বাতাসের মঝে কবি অনুভব করেছেন অপরূপ সৌন্দর্য। নিঃসঙ্গ কবির বুক দুরু দুর কাঁপে অজানা শঙ্কায়। এই যুগপৎ অনুভবে নিদ্রাহীন রাত্রি কাটে কবির। অন্ধকার রাত্রের মাঝে তিনি অনুভব কলরেন যেন ঘন অন্ধকারের অপার্থিব কোনো কৃষ্ণা মেয়ে মেঘ পানে যেন ভুরুর আঘাত হানে। সঙ্গহীন কবি অতলগভীর রাতের বাদলের বাতাসে জীর্ণ কুটিরে দীপ নিভিয়ে জেগে কবি শোনেন দূরে গুরু গুরু মেঘধ্বনি॥ তার সমগ্র সত্তা আচ্ছন্ন করে থাকে এমন বাদল রাতের ভয়ঙ্কর-সুন্দরের অনির্বচনীয় অনুভব।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: