বিমূঢ় ভালোবাসা , আমাকে ভালোবাসতে পারতে l কল্পলোক
Автор: faysal hridoy
Загружено: 2025-12-16
Просмотров: 2
আমাকে ভালোবাসতে পারতে—
আমাকে ভালোবাসতে তোমার খুব বেশি খাজনা মিটাতে হতো না।
আমাকে প্রতিদিন দামী ব্রান্ডের সিগারেট দেওয়া দরকার হতো না, আমাকে দেওয়া দরকার হতো না দামী পারফিউম, ব্রান্ডের ঘড়ি, অধিক মূল্যের পোশাকাদি।
আমাকে ভালোবাসতে পারতে—
আমাকে দিতে পারতে তুমি' বিনে পয়সায় তোমার সুমিষ্ট কমলা— রঙের হাসি।
আমাকে ভালোবাসতে পারতে—
আমি, আমি তোমার ঐ হরিণীর শাবকের মতো করুণ মায়াবী আঁখির পানে, ধবল বকের মতো শতাব্দী থেকে হাজার কোটি বছর চাহিয়া থাকিতাম।
আমাকে ভালোবাসতে পারতে—
আমাকে একটু গাঢ় চুম্বন একে দিলেই হতো, একটু খানি তোমার উষ্ণ কোমল বক্ষে আগলে রাখলেই হতো।
আমাকে তোমার পুরো শরীর হিংস্র হায়নার মতো বক্ষন করিতে না দিলে পারতে,
জাফরানি আতরের মতো, সুবাসিত তোমার ঐ শরীরের গন্ধেই আমি যে বিমূঢ় হয়ে থাকিতাম।
আমাকে ভালোবাসতে পারতে—
আসলে কি জানো! সত্যি বলতে, তুমি আমাকে বিনা পয়সায় ভালোবাসতে পারতে।
তুমি আমাকে সত্যিই' অসীম ভালোবাসতে পারতে।
~ বিমূঢ় ভালোবাসা
~বারোডিসেম্বরদুইহাজারপঁচিশইং
~কল্পলোক
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: