আমি হতে চেয়েছি এক সাধু সন্ন্যাসী, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে চেয়েছি— কাশি, এলাহাবাদ, গঙ্গোত্রী।
Автор: faysal hridoy
Загружено: 2025-12-12
Просмотров: 12
আমি হতে চেয়েছি এক সাধু সন্ন্যাসী,
মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে চেয়েছি— কাশি, এলাহাবাদ, গঙ্গোত্রী।
পার করতে চেয়েছি অট্টালিকাহীন এক উন্মুক্ত জীবন;
কখনো অসীম নীল আকাশতলের প্রশস্ত প্রান্তরে, কখনো ঘন ছায়া ঘেরা গহীন অরণ্যে।
আমি নগরীর পথে বেরোতে দেখিলাম— ডাস্টবিনের কাছে তীব্র ক্ষুদার যন্ত্রনায় কাতরাতে থাকা আধমরা নেড়ি কুকুর।
ল্যাম্পপোস্টের তারের উপরে থাকা কাক গুলো, ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাচ্ছে স্বজাতীর পালক।
আমি স্বচক্ষে দেখিলাম পিঠের সাথে পেট মিশে পড়ে আছে, মৃত ভিক্ষুকের বেওয়ারিশ নিথর দেহো;
আমি শুনিলাম এই রাষ্ট্রের দায় হীন নির্লজ্জ অট্টহাসি।
আমি হতে চেয়েছি এক মুক্ত সাধু সন্ন্যাসী—
অথচ আজ আমি হয়েছি— প্রানহীন এই নগরীর এক নেশাগ্রস্ত টোকাই।
আজ আমার সঙ্গমে জন্ম নিচ্ছে— কদমতলী, ক্কীন ব্রিজের পাগলীর ফুটফুটে জারজ সন্তান' বিনোদিনী।
~ বিনোদিনী
০৯১২২৫
~কল্পলোক
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: