#বসন্তের_স্পর্শ
Автор: Golpokotha-গল্পকথা
Загружено: 2025-12-16
Просмотров: 1089
#বসন্তের_স্পর্শ
#মায়িশা_নুরাইন
#পর্ব_৫
সকালে ঘুম থেকে উঠে ইমা এক অনাকাঙ্ক্ষিত পরিস্হিতির স্বীকার হয়। সে নিজেকে রুদ্রর সাথে ঘেষে শুয়ে থাকতে দেখে। এমনকি রুদ্রর বাম হাতটাকে সে কোলবালিশের মতো পেচিয়ে ধরে শুয়ে আছে। হালকা মাথা তুলে দেখে রুদ্র শুয়ে শুয়ে ডান হাতে ফোন নিয়ে স্ক্রলিং করছে। এটা দেখতে এমনিতে স্বাভাবিক ব্যপার লাগলেও, ইমার জন্য চরম অস্বাভাবিক ব্যপার। যেই লোকটা তাকে দেখতেও চায় নাহ,, সে সজ্ঞানে কিভাবে তার হাতটা ধরতে দিলো।
তবে ইমার এই মুহুর্তে হাতটা ছাড়তে একদমই মন চাচ্ছে নাহ।
তার এখন এক অন্যরকম সুখের অনুভূতি হচ্ছে। তার পাশে শুয়ে থাকা লোকটি,,তার স্বামী,, যার হাত সে আঁকড়ে ধরে শুয়ে আছে। এভাবেও বুঝি সুখ অনুভব করা যায়!
ইমার আগে আরও একবার বিয়ে হলেও, এমন অনুভূতি কখনো সে পায়
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: