#বসন্তের_স্পর্শ
Автор: Golpokotha-গল্পকথা
Загружено: 2025-12-18
Просмотров: 1180
#বসন্তের_স্পর্শ
#মায়িশা_নুরাইন
#পর্ব_৬
সকালপর নাস্তার পর সামিনা বেগম ইমাকে সাথে নিয়ে টেইলার্সের উদ্দেশ্যে বেরিয়ে পরে। মেহের বাড়িতে একাই থাকে। রুদ্র আর রিয়াজুল হক যার যার কাজে বেরিয়ে পরেছে।
শ্বাশুড়ির পাশে ইমা অনেক সংকোচ নিয়ে চলছিলো। খালি ভয় পাচ্ছিলো কখন না জানি তিনি ব'কা দিয়ে বসেন৷ অবশ্য ভয় পাওয়ারই কথা। সেই কখন থেকে মুখ অফ রেখেছেন। একটা ভালো কথা তো দূর, খারাপ কথাও বলছে নাহ।
টেইলার্স বলতে ওনাদের কাছাকাছি ফ্ল্যাটের একজন মহিলা জামাকাপড় বানায়৷ সেখানেই ইমাকে নিয়ে যায়। ড্রেসের মাপের দরকার আছে তো।
সেই মহিলা সামিনা বেগমকে দেখে অনেক আপ্লুত হয়। সাথে ইমাকে চিনতে না পেরে বলে,,
--- " ভাবী, কে এই মেয়ে? আত্নীয় নাকি? "
সামিনা বেগম একবার ইমার দিকে তাকান৷ ইমা ভয়ে মাথা নিচু করে ছিলো। বুঝতে পারে,,নতুন ঝামেলা আসতে চলছে।
তবে সামিনা বেগমের উত্তরে ইমা চমকে তাকায়।
--- " আত্মীয় নাহ,,আমার ছেলের বউ। "
--- " আরেহ ভাবী, কবে বিয়ে করালেন ছেলেকে। লুকিয়ে কাজ সেরে ফেললেন? এটা কি ঠিক করলেন ভাবী? "
সামিনা বেগম হালকা হেসে বলেন,,
--- " আসলে হটাৎ হয়ে গেলো তো। জানানোর সময় হয় নি। পরে বড় করে অনুষ্ঠান করবো তো। তখন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: