বাইরের রেস্টুরেন্টের মতো চিকেন কোরমা এখন বাসায় বানিয়ে নিন|| Chicken Korma Recipe||
Автор: Adori's Dairy
Загружено: 2025-12-25
Просмотров: 68
চিকেন কোরমাতে দেওয়া মসলা গুলোর পরিমান নিচে দেওয়া আছে এটা দেখে আপনারা বাসায় বানিয়ে নিন চিকেন কোরমা||
মুরগী-১টি - ১কেজি মাপের রেগুলার কাট।
পেঁয়াজ কুচি-
১ কাপ পেঁয়াজ বাটা-
১টে চা আদা বাটা-
১টে চা রশুন বাটা-
কাঠ বাদাম, , কিসমিস, কাজুবাদাম,পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচা মরিচ এগুলো একটা পেস্ট করে নিতে হবে।
১ কাপ বা প্রয়োজন মত দুধ-
১ চামচ ধনিয়া গুড়াঁ, ১ চামচ জিরা গুঁড়া
১/২ চা চা লাল মরিচ গুড়া-
৪/৫ টা কাঁচা মরিচ -
লবণ- স্বাদমতো।
৩টে চা ঘি-
৩টে চা তেল-
১-২ চা চা চিনি-
পানি- সামান্য।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: