ছাই আর চান জলেই সেরে যায় যে কোন রোগ !
Автор: Travelia
Загружено: 2022-11-11
Просмотров: 81298
#datababa #birbhum #siuri #travel #birbhumtravel #birbhumtourdetails
বীরভূমের সিউড়ি থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত পাথরচাপুরি.. এই জায়গার খ্যাতি ছড়িয়ে পড়েছে এক মহাপুরুষের কারণে। তার নাম হযরত দাতা মেহবুব শাহ।
প্রতি বছর ১০ই চৈত্র তার স্মরনে তথা মৃত্যুদিন উপলক্ষে এক বিশাল মেলা বসে পাথরচাপরিতে। ১৯১৮ খৃষ্টাব্দে আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করেন ব্রতচারী দলের প্রনেতা ও তদানীন্তন জেলাশাসক গুরুসদয় দত্ত। একে দাতাপীরের মেলা বলা হয়।
জানা যায় যার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী যেখানে নাকি ছাই ও জল এর সহযোগে নিরাময় করা হয় রোগ ব্যাধির।
পিঠে দেওয়া হয় ডান্ডার বাড়ি।
বীরভূমের দর্শনীয় অন্যান্য স্থানগুলির মধ্যে এটি একদম অন্যতম।
সকাল থেকে রাত্রি ৯টা অব্দি খোলা থাকে এই মজার চত্বর। তবে নামাজের সময় বন্ধ রাখা হয় প্রার্থনা গৃহ।
সিউড়ি রেলওয়ে স্টেশনের কাছে টোটো পাওয়া যায় অথবা সিউড়ি বাসস্ট্যান্ডে এসে বাসে করেও যাওয়া যায় এই জায়গায়।
পাথরচাপুড়ির আশেপাশে ঘোরার জায়গার মধ্যে যুক্ত করতে পারেন রাজনগর, ভান্ডিবনকেও।
সিউড়ি বাস স্ট্যান্ড থেকে এই দুই জায়গার বাস পাওয়া যায়।
...................................
এমনই চেনা জায়গার অচেনা রহস্য , ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে যুক্ত থাকুন আমাদের সাথে।।
TRAVELIA
(ORDINARY নয় EXTRAORDINARY!)
/ travelia_nitu
THANK YOU
Query :
1.How to go siuri
2.birbhum tour
3.siuri data baba mazar
4.birbhum tourist place
5. data baba mazar full information
6.bolpur to siuri
7.birbhum travel
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: