তলাহীন ঝুড়ি থেকে উন্নয়নের পথিকৃৎ হয়ে ওঠার গল্প | Rabeya Shirin |
Автор: International Crimes Strategy Forum (ICSF)
Загружено: 2025-12-24
Просмотров: 163
SOAS এর Department of Development Studies এর Global Research Professor নাওমী হোসেন অক্টেবরের ২২ তারিখে বিখ্যাত পডকাস্টার ড্যন বেনিকের সাথে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে গত পাঁচ দশকে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিকে তোলে ধরেন, কিন্তু, সেটি স্বীকার করতে গিয়ে তিনি সতর্কতার সাথে শেখ হাসিনা সরকারের আমলের বৈষম্য এবং ক্ষমতার অপব্যাবহারের বিষয়ে প্রশ্ন তুলেছেন । শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালকে এক ধরনের দুর্নীতিগ্রস্ত, লুটপাটভিত্তিক ব্যর্থতা হিসেবে তুলে ধরতে তৎপর ! দুর্নীতি, বৈষম্য, অর্থনৈতিক মন্দা – এইসবই নাকি তাঁর শাসনের পরিচয়। অন্যদিকে, Bangladesh Poverty and Equity Assessment: Navigating the Road to Prosperity সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে – সেখানে উঠে এসেছে একটি স্থিতিশীল, অগ্রগতিমুখী, আশা জাগানো গল্প। এই রিপোর্ট বলছে ২০১০ থেকে ২০২২ সময়কালে বাংলাদেশ ৯ মিলিয়ন মানুষকে চরম দারিদ্র্য থেকে এবং ২৫ মিলিয়ন মানুষকে মধ্যম দারিদ্র্য থেকে তুলে এনেছে। এক আমূল রূপান্তর হিসেবে সেখানে বাংলাদেশের কথা বলা হয় যেখানে সামগ্রিকভাবে ৩৪ মিলিয়নেরও বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যতা থেকে মুক্তি পেয়েছে। মানুষের জীবনমান উন্নত হয়েছে: বিদ্যুৎ প্রায় সর্বজনীন হয়েছে, স্যানিটেশন ব্যবস্থার উন্নতি হয়েছে, আর শিক্ষাখাতে ভর্তি হার বেড়েছে - প্রাথমিক বিদ্যালয়ে নেট এনরোলমেন্ট হার ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। আর গ্রামের যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং কৃষিভিত্তিক আয় বৃদ্ধির কারনে সামগ্রীক অগ্রগতির বড় অংশটা চলতে থেকেছে।
অথচ, গত ১৬ মাসে বাংলাদেশের পুরো অর্থনীতি ধ্বসে পরেছে।
#অর্থনীতি, #বিশ্বব্যাংক, #শেখহাসিনা, #বাংলাদেশ #দারিদ্র্যতা, #চরম_দারিদ্র্য, #মধ্যম_দারিদ্র্যতা, #দারিদ্র_বিমোচন, #জিডিপি, #নারীশিক্ষা, #নারী-উন্নয়ন, #শিশুমৃত্যু, #স্যানিটেশন, #যোগাযোগব্যবস্থা, #কর্মসংস্থান, #কৃষি, #ক্ষুদ্রঋণ, #গ্রাম_অর্থনীতি, #অন্তর্বর্তীকালীন_সরকার, #ইউনূস_হটাও, #Economy, #World_Bank, # Sheikh Hasina #Bangladesh, #Poverty, #Extreme_Poverty, #Middle_Poverty, #Poverty_Alliviation, #GDP, #Women_Education, #Women_Empowerment, #Child_Death, #Sanitation, #Communication_System, #Employment, #Agriculture, #Micro_Credit, #Rural_Economy, #IG, #SOAS, #Step_Down_Yunus
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: