নবিজীর শানে শিক্ষামূলক নাতে রাসূল_শিল্পী রাকিবুল ইসলাম _সিদ্দিপাশা খয়রুল বাশার মাদরাসা_Studio Sunnah
Автор: Studio Sunnah
Загружено: 2025-10-26
Просмотров: 303
বিসমিল্লাহির রহমানির রহিম
সম্মানিত অভিভাবকবৃন্দ! আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,,,
সিদ্ধিপাশা খইরুল বাশার মাদরাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! ,, ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান,,সিদ্ধিপাশা খইরুল বাশার মাদরাসায় আবাসিক ও অনাবাসিক সীমিত আসনে ভর্তি চলছে।
🧿 আমাদের বিভাগসমূহ:
✨ জেনারেল শিক্ষার সমম্বয়ে আদর্শ নূরানী কিন্ডারগার্টেন- প্লে থেকে ২য় শ্রেণি পর্যন্ত।
✨ আধুনিক মশকের পদ্ধতিতে নাজেরা বিভাগ।
✨ আন্তজার্তিক মানের হিফজুল কুরআন বিভাগ।
✨হিফয রিভিশন বিভাগ।
🧿কেনো আপনি আপনার সন্তানকে,, সিদ্ধিপাশা খইরুল বাশার মাদরাসায় ভর্তি করবেন? কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য:
💠 শিক্ষার্থীদের দেশ-সেরা করে গড়ে তোলার লক্ষে যুগোপযোগী কারিকুলামে পাঠদান।
💠 আরবীর পাশাপাশি বাংলা ও ইংরেজিতেও সমান গুরুত্বারোপ করা হয়। ফলে শিক্ষার্থীরা তিন ভাষাতেই দক্ষ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
💠 ৫ম শ্রেণিতেই হিফয সমাপ্ত হবে ইনশাআল্লাহ।
💠 হিফযের পাশাপাশি ৪র্থ শ্রেণি শেষ করে ৫ম শ্রেণিতে বেফাক বোর্ডের অধিনে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে।
💠 হিফয শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা থাকবে।
💠 এছাড়াও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাপ্তাহিক কালচারাল ও কারিগরি ক্লাস, ড্রইং ও নৈতিক শিক্ষা ক্লাস, বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতা, প্রাথমিক চিকিৎসা-সহ নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
🧿বিশেষ দ্রষ্টব্য:- ভর্তি শুরু- পহেলা ডিসেম্বর থেকে এবং ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে ইনশাআল্লাহ।
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! সিদ্ধিপাশা খইরুল বাশার মাদরাসায় নূরানী কিন্ডারগার্টেন ও আদর্শ হিফজুল কুরআন বিভাগে আবাসিক ও অনাবাসিক সীমিত আসনে ভর্তি চলছে।
🧿ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন,,সিদ্ধিপাশা খইরুল বাশার মাদরাসার অফিস কক্ষে।
আমাদের ঠিকানাঃ - আমতলা বাজার মাঠের পূর্ব পাশে, সিদ্ধিপাশা, অভয়নগর, যশোর।
মোবাঃ ০১৮৯৪ - ৬২ ৬৪ ০০
-----------------------------------------------------------------------
সংগীতঃ গল্প বলি শোন
গায়কঃ রাকিব হোসাইন এবং অন্যান্য
কথা ও সুরঃ সংগৃহীত
সৌজন্যে: সিদ্দিপাশা খয়রুল বাশার মাদরাসা
অডিও ভিডিওঃ এস,এম তৈয়্যেবুর রহমান তামিম
রেকর্ড লেভেলঃ স্টুডিও সুন্নাহ।
-------------------------------------------------------------------------------______________________--*--_____________________
আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স। উন্নত এবং সুন্দর ভিডিও মেকিং এর জন্য স্পন্সর এবং ডোনেশন বড় একটা ফ্যাক্ট । আমাদের আয়োজনগুলো তৈরিতে যার শুন্যতা অনেক।
আল্লাহর রহমত, নিজেদের প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা । আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর অথবা ডোনেট করে এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ ৷
পরামর্শ ও যোগাযোগ মাধ্যম
Mob-
01957-246423
-------------------------------__*__----------------------------------
#ababil
#studio_sunnah
#bangladesh
#trending
#gojol
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: