যে ইতিহাস পড়ানো হয় না | "১লা, ৩রা ও ২৩শে মার্চ: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের তিনটি ঐতিহাসিক দিন”
Автор: Rokon's Pain Paralysis & Rehabilitation Center
Загружено: 2025-03-15
Просмотров: 212
যে ইতিহাস পড়ানো হয় না । "১লা, ৩রা ও ২৩শে মার্চ: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের তিনটি ঐতিহাসিক দিন” |Documentary|
এই ভিডিওতে আমরা ১৯৭১ সালের মার্চ মাসের তিনটি গুরুত্বপূর্ণ দিন—১লা মার্চ, ৩রা মার্চ এবং ২৩শে মার্চ—এর ইতিহাস নিয়ে আলোচনা করেছি। এই দিনগুলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
১লা মার্চ, ১৯৭১:
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান তারা হটকারী সিদ্ধান্তের মধ্যে দিয়ে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করলে বাংলার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে।
ঢাকায় লাখো লাখো মানুষের মিছিল শুরু হয়।
এবং সেই মিছিল থেকেই ঘোষনা করা হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ।
এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যে চার নেতা ছিলেন তারা ছিলেন “নূরে আলম সিদ্দিকী, শাহাজান সিরাজ, আ.স. ম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন ।
৩রা মার্চ, ১৯৭১:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্ররা প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে।
পল্টন ময়দানে বিশাল জনসভায় লাখ লাখ মানুষের সামনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতারা স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এই জনসভার সভাপতি তো করেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক নূরে আলম সিদ্দিকী এবং ইশতেহার পাঠ করেন শাহাজান সিরাজ।
"জয় বাংলা" স্লোগান এবং স্বাধীনতার দাবি জোরালো হয়ে ওঠে।
২৩শে মার্চ, ১৯৭১:
এই দিনটি পাকিস্তান দেবার হিসেবে পালন করা হতো । অফিস থেকে আদালত বসতবাড়ি সহ সর্বস্তরের সেদিন পাকিস্তানের পতাকা উত্তোলন করা হতো।
কিন্তু 1971 সালের ২৩ শে মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা সিদ্ধান্ত নেন সেদিন অফিস আদালত বসতবাড়ি সহ সর্বস্তরে পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে। এবং পতাকাকে সম্মান প্রদর্শনের জন্য আয়োজন করা হবে ব্যান্ডে তালে তালে কুচকাওয়াজের।
এই সিদ্ধান্তের ফলে বাংলার আপামর জনতা একই ঐক্যে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ওঠে। তারা যে কোন মূল্যেই স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে চায়।
এই তিনটি দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত। এই ভিডিওতে আমরা প্রতিটি দিনের ঘটনাবলি বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এগুলোর গুরুত্ব তুলে ধরেছি।
👉 সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, যাতে আরও অনেক ঐতিহাসিক ঘটনা এবং বিশ্ব রাজনীতির তথ্য পেতে পারেন।
👉 কমেন্ট করুন আপনার মূল্যবান মতামত।
👉 শেয়ার করুন এই ভিডিওটি, যাতে আরও বেশি মানুষ জানে বাংলাদেশের ইতিহাসের এই অজানা দিকগুলো।
#১৯৭১ #বাংলাদেশ #স্বাধীনতা_সংগ্রাম #বঙ্গবন্ধু #মুক্তিযুদ্ধ #ঐতিহাসিক_দিন #১লা_মার্চ #৩রা_মার্চ #২৩শে_মার্চ #বাংলাদেশ_দিবস #ইতিহাস #জয়_বাংলা
#MarchHistory #BangladeshHistory #1stMarch #3rdMarch #23rdMarch #BangladeshIndependence #LiberationWar #LanguageMovement #HistoryExplained #BangladeshMarch #BangladeshLiberation #HistoricalEvents #BangladeshFreedom
#নূরে_আল_মসিদ্দিকী #Nur_alam_siddiqui
#শাহাজান_সিরাজ #shahjahan_siraj
#আ.স.ম_আব্দুর_রব #Abdul_Rob
#আব্দুল_কুদ্দুস_মাখন #Abdul_kuddus_makhan
Email: [email protected]
WhatsApp: 01924397346
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: