লা জবাব LADAKH | পর্ব ৮ | HUNDER SAND DUNES |
Автор: My Street Journal
Загружено: 2023-08-30
Просмотров: 73
আজকের দ্রষ্টব্যঃ
04:08 Himalayan Bunker
08:16 হুন্ডার স্যান্ড ডিউনস
11:28 The Bonfire Restro & Cafe
অষ্টম পর্বে সবাইকে জানাই স্বাগত । আমরা এখন আছি ডিস্কিটে । গতকাল লেঃ থেকে বেরিয়ে খারদুং লা পেরিয়ে পানামিক এ উষ্ণ প্রস্রবণ দেখে ডিস্কিটে রাত্রে ছিলাম । আজকে প্ল্যান হচ্ছে এখন থেকে চেক আউট করে ৮৭ কিমি দূরে তুরতুক গ্রাম যাবো তার পর ফিরে এসে hunder এ রাত্র্রিবাস করবো । এখন যেখানে আছি সেই ডিস্কিট থেকে hunder এর দূরত্ব ৭কিমি । কিন্তু বিধি বাম । hunder গিয়ে খবর পেলাম অতি বৃষ্টি তে তুরতুক এর রাস্তা বন্ধ পাথর পড়ে । অগত্যা hunder এ যেখানে আমাদের বুকিং করা ছিল সেই হিমালয়ান বাঙ্কারে চলে গেলাম চেক ইন করতে । ঝিরঝির করে সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে । দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে দেখি বৃষ্টিটা থেমেছে । ব্যাস সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হুন্ডারের বিখ্যাত সাদা বালিয়াড়ি দেখতে আর দু-কুঁজওয়ালা ব্যাক্ট্রিয়ান উটের সাফারি করতে । কিন্তু গিয়ে খালি বালিয়াড়ির ই দেখা পেলাম , বৃষ্টির জন্যে উট ওয়ালারা আসেনি । কি আর করা যাবে ! কিছুক্ষন ওখানে সময় কাটিয়ে চলে গেলাম হুন্ডারের একটা ভালো কাফে কাম রেস্তোরা The Bonfire Cafe তে । এখানে মেনু কার্ডে অনেক আইটেম থাকলেও সব সময় সব পাওয়া যায় না তাই আগে থেকে জিজ্ঞেস করে অর্ডার দেয়াই ভালো । এখানে খাওয়া দাও সেরে ফিরে গেলাম হিমালয়ান বাঙ্কারে ।
The Bonfire Caffe & Restaurant
Address: HFP6+FJR Diskit - Turtok Highway Hunder Jammu and Kashmir, 194101
Himalayan Bunker - Nubra
Address: Behind Ibex Guest House, Hunder Road, Hunder Leh Jammu and Kashmir, 194101
Phone: 060069 43354
Ladakh ecotel garden guest house, Diskit @ladakhecotel8733
Address: adjoining Sub District Hospital, Diskit, Ladakh 194401
+91 9596582028
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: