পিচি বউ | পর্ব ১৮ | রুদ্র সিয়াম | নারাটন সামির |
Автор: NarraTone SAMIR
Загружено: 2025-12-27
Просмотров: 118
✨ পিচি বউ | পর্ব ১৮ | রুদ্র সিয়াম | নারাটন সামির ✨
ভালোবাসা, অভিমান আর স্বপ্নের এক নতুন গল্প।নারাটোন সামির-এর কণ্ঠে শোনো হৃদয় ছোঁয়া রোমান্স ও টুইস্টে ভরা
এই পর্ব। 💖📌
গল্প : জেরিন বলল, জামা কাপড় খুলে বাথরুমে যান। আমি আপনাকে গোসল করিয়ে দিব।
আমি বললাম, আমি কি পোলাপান যে আমাকে গোসল করিয়ে দিবা? আমি নিজের গোসল নিজে করতে পারি।
জেরিন বলল, এই ২দিন যে অজ্ঞান ছিলেন কে আপনার শরীর মুছে দিসে? আমি।
আমি মনে মনে বললাম তাহলে কি জেরিন আমার টুনটুনি দেখে বলছে। লজ্জায় লাল হয়ে গেলাম।
জেরিন বলল, দাড়িয়ে না থেকে বাথরুমে যান।
আমি সুস্থ থাকলে কখনই জেরিনের কথা শুনতাম না। শরীর অসুস্থ তাই মনটা একটু অসুস্থ। এখন পিচ্চি বউয়ের সাথে ঝগড়া করতে পারব না। আমি অসুস্থ তাই সে এখন কন্ট্রোল করছে। আমি সুস্থ হই তারপর তাকে কন্ট্রোল করব।
আমি আন্ডারওয়ার পড়ে বাথরুমে ঢুকলাম। কিছুক্ষণ পর জেরিন আসলো।
জেরিন বলল, গোসল করতে হলে সব খুলতে হবে। ওটাও খুলেন।
আমি তার প্রশ্ন শুনে অবাক। অসুস্থ তাই বলে কি যা ইচ্ছে করাবে। সেও তো অসুস্থ। তাও এতো স্ট্রং কিভাবে?
আমি বললাম, আমি আন্ডারওয়ার খুলতে পারব না।
সে এক হাত দিয়ে ঝটকা মেরে খুলে ফেলল।
সৈকত তার বাবা ইকবাল মিয়ার ভিডিও দেখে তার মাথা গরম। যেখান থেকে ভিডিও আসছে সেই লোককে কল দেয়। ওই লোক গুন্ডা কল উঠায়।
সৈকত ফোনে বলে, কে এই ছেলে?
গুন্ডা বলে, আমরা আপনার বাবার সাথেই ছিলাম। আমাদের শুধু বলসে ভিডিও করতে আর সে মারা গেলে আপনাকে সেন্ট করতে। এটুকুই কাজ আর ওই ছেলে নাকি জেরিন নামে কার হাসবেন্ড।
সৈকত মাথায় হাত দেয়। আর সব বুঝে যায়।
সৈকত বলে, জেরিন তো আমার ফুপাতো বোন। এবার জেরিনের সাথে প্রেম করবো৷ জেরিনকে দেখি না অনেক বছর হলো সে হয়তো আমার চেহারাও ভুলে গেছে। কোন একটা বাহানায় তাদের বাসায় ঢুকতে হবে। তারপর জেরিনকে পটাবো। তার সাথে ঘুমাবো। সে জানবেও না আমি তার মামতো ভাই।
গুন্ডা বলল, এসব না করে আপনি তো ছেলেটাকেই খুন করতে পারেন।
সৈকত বলল, না ওই ছেলে আমার অন্তরে আঘাত দিসে৷ আমি যখন ওর বউয়ের লগে ঘুমামু। তখন ওর মনেও আঘাত পাইবো। হাহাহা। এটাই আমার মাস্টারপ্লান।
গুন্ডা বলল, তা আপনি ওই বাসায় ঢুকবেন কিভাবে?
সৈকত বলল, কাজের ছেলে হয়ে ঢুকবো। অভিনয় করব আমি ভালো ছেলে। কোন নেশা পানি করি না। এতিম ছেলে। অবশ্য বাপ নাই এখন সত্যি ই এতিম৷ তারপর খেলা ঘুরায় দিব। হাহাহা। আমার বাবার লাশ কই?
গুন্ডা বলল, ওইটা আমরা কবরে দাফন করে দিসি৷ আপনি ঢাকায় এসে দেখে যাইবেন।
সৈকত বলল, আমি এখনই বাসের টিকিট কাটতেসি। ঢাকা আই এম কামিং।
#পিচ্চি_বউ_১৮
গল্প: রুদ্র সিয়াম🎙️
কণ্ঠ: নারাটোন সামির📺
লেখক: রুদ্র_সিয়াম
সম্পূর্ণ সিরিজ দেখার জন্য সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন রাখো!
#পিচ্চি বউ
#গল্প
#NarraToneSamir
#LoveStory
#BanglaAudiobook
#romanticgolpo
#rudrosiyam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: