Vegetable noodles 🍜।
Автор: Ruma'sDiary
Загружено: 2025-12-12
Просмотров: 8
উপকরণ :
নুডলস – ১ প্যাকেট
গাজর (লম্বা কাটা) – ½ কাপ
বাঁধাকপি (পাতলা কাটা) – ½ কাপ
পেঁয়াজ – ১ টি (পাতলা করে কাটা)
কাঁচা মরিচ – ২ টি (লম্বা কাটা)
গোলমরিচ গুঁড়া – ½ চা চামচ
লবণ – স্বাদমতো
তেল – ২ টেবিল চামচ
---
প্রস্তুত প্রণালী
1. নুডলস সেদ্ধ
পানি ফুটে উঠলে একটু লবণ ও কয়েক ফোঁটা তেল দিন।
নুডলস দিয়ে ৩–৪ মিনিট সেদ্ধ করুন।
ছেঁকে পানি ঝরিয়ে নিন।
2. সবজি ভাজা
কড়াইতে তেল গরম করে রসুন কুচি ও পেঁয়াজ ভেজে নিন।
এবার গাজর, বাঁধাকপি ও কাঁচামরিচ দিন।
উচ্চ আঁচে ২–৩ মিনিট নেড়ে ভাজুন যেন সবজি ক্রাঞ্চি থাকে।
4. নুডলস মেশানো
সেদ্ধ নুডলস সবজির সাথে মিশিয়ে উচ্চ আঁচে ১ মিনিট টস করে নিন
#cooking #recipe #foodpassion #homecuisine #easyrecipe #food #foodforfoodies #nature
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: