আধফোটা_প্রেমের_ফুল ||Heart Touched Bangla story
Автор: Bangla Short Story
Загружено: 2025-07-20
Просмотров: 22275
দীর্ঘ পাঁচ বছর পর বাড়ির বড় মেয়ে বাড়িতে ফিরছে। রহমান ভিলার প্রতিটি কোণে সাজসজ্জার ছোঁয়া লেগেছে আজ। বাড়ির সবার চোখেমুখে যেন আনন্দের আলো জ্বলজ্বল করছে। বড় মেয়ে ফিরছে!সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত রুমানা বেগম। মেয়ের প্রিয় খাবারের তালিকাটা যেন ফুরোচ্ছে না কিছুতেই। মেয়ে ফিরে আসবে বলে কতদিন ধরে যে এই সব পরিকল্পনা করছেন তিনি! নিজের হাতে রাঁধবেন বলে সকাল হতে না হতেই রান্নাঘরে নেমে পড়েছেন। সুগন্ধ ছড়িয়েছে রান্নাঘর জুড়ে। বসার ঘরে পর্যন্ত পৌঁছাচ্ছে সেই ঘ্রাণ।বড় ভাই অয়ন নিজে দায়িত্ব নিয়ে ঘর, বারান্দা, ড্রইংরুম সবখানেই সাজিয়েছে বাহারি ফুল আর রঙিন বেলুনে। যেন বাড়ি নয়, কোনো উৎসবের প্রাঙ্গণ।
গল্প #আধফোটা_প্রেমের_ফুল
লেখায় #নওরিন_ইথিকা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: