চৈত্রের_প্রথম_বর্ষন || Heart touching story
Автор: Bangla Short Story
Загружено: 2025-10-19
Просмотров: 12323
ভার্সিটিতে কালো একটা মার্সিডিজ এসে থামলে কৌতুহল বশত অনেকেই সেদিকে তাকালো।সচারাচর এই ধরনের গাড়ি আমাদের দেশে খুব একটা দেখা যায় না।গাড়িটা এসে থেমেছে ভার্সিটির অফিসের সামনে।এরকম একটা গাড়িতে করে কে আসতে পারে ভেবে পাচ্ছে না কেউ।অনেকেই বলছে আজ নতুন প্রফেসর আসার কথা তিনি এসেছেন।আবার কেউ বলছে কোনো পলিটিক্যাল লোকজন এসেছে।কেননা সচরাচর এরকম গাড়ি দেখা যায় না।সবার অপেক্ষার অবসান ঘটিয়ে গাড়ি থেকে নামলো একজন চার্মিং জেন্টেলম্যান।চোখে কালো রোদচশমা। হাতে চকচক করছে রুপোলী ঘড়িটা।সাদা শার্টের হাতা কনুই অব্দি গুছিয়ে রাখা।পায়ে কালো জুতো জোড়াও চকচক করছে।
গল্প #চৈত্রের_প্রথম_বর্ষন
লেখায় #অনন্যা_বিনতে_আজিজ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: