চাঁদ ধরা ফাঁদ জান না রে মন!পাপ্পু ফকির! লালন সাঁইজী
Автор: সাধুকতা🙏
Загружено: 2025-11-01
Просмотров: 14004
চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
লেহাজ নাই তোমার নাচানাচি সার
একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।।
সামান্যে রসের মর্ম পাবে কে
কেবল প্রেমরসের রসিক সে।
সে প্রেম কেমন, কর নিরূপণ
প্রেমের সন্ধি জেনে থাক চেতন।।
ভক্তিপাত্র আগে কর নির্ণয়
মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়।
নইলে হবে না প্রেম উপাসনা
মিছে জল সেচিয়ে হবে মরণ।।
মুক্তিদাতা আছে নয়নের অজান
ভক্তিপাত্র সিঁড়ি দেখ বর্তমান।
মুখে গুরু গুরু বল, সিঁড়ি ধরে চল
সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: