শীতের রোমান্টিক গান || কবে পাবো তাকে || Kobe pabo take || Jubayer Hossain || নিউ গান ২০২৫
Автор: JH Gan
Загружено: 2025-12-06
Просмотров: 196
শীতের রোমান্টিক গান || কবে পাবো তাকে ||
Kobe pabo take || Jubayer Hossain ||নিউ গান ২০২৫
Song Creates:
Song: Kobe pabo take
Lyric: Jubayer Hossain
Lyric:
কবে পাবো তাকে
ও ও ও ও হো হো হো হো
সে কথা বলা দায়।
কবে পাবো তাকে
ও ও ও ও হো হো হো হো
মন বলতে থাকে হায়।
কখনো শীতের সন্ধ্যায়
রাস্তায় হাঁটিনি আমি,
শুধু একজন মনের মানুষ
এখনো পাইনি বলে—
ভাবি হঠাৎ যেন পাই
কোনোদিন এমন শীতে,
শীতের সেই সন্ধ্যায়
হাঁটবো তাকে নিয়ে।
এই শীত আমার বড় প্রিয়,
হয়ে যাবে যদি তাকে পাই।
কতশত স্বপ্ন আমার তাকে নিয়ে,
এখনো জানানো বাকি পুরোটাই।
আমি কবে পাবো তাকে
বাস্তবে আমার সাথে?
দেখবো শহরের অলিগলি,
সন্ধ্যায় হেঁটে একসাথে।
আমি কবে পাবো তাকে
বাস্তবে আমার সাথে?
দেখবো শহরের অলিগলি,
সন্ধ্যায় হেঁটে একসাথে।
কখনো দেখিনি তাকে,
তবু হৃদয়ে তার ছবি এঁকেছি—
দেখি দু'চোখ বুঁজে স্বপ্নে
রোজ তাকে সব ভালোবেসেছি।
কখনো দেখিনি তাকে,
তবু হৃদয়ে তার ছবি এঁকেছি—
দেখি দু'চোখ বুঁজে স্বপ্নে
রোজ তাকে সব ভালোবেসেছি।
আমি কবে পাবো তাকে
বাস্তবে আমার সাথে?
দেখবো শহরের অলিগলি,
সন্ধ্যায় হেঁটে একসাথে।
আমি কবে পাবো তাকে
বাস্তবে আমার সাথে?
দেখবো শহরের অলিগলি,
সন্ধ্যায় হেঁটে একসাথে।
যদি তাকে পেতাম তবে
শীতের রাতে গল্পে হারাতাম,
মনের কথা বলে তাকে
অনেক সময় কাটাতাম।
যদি তাকে পেতাম তবে
শীতের রাতে গল্পে হারাতাম,
মনের কথা বলে তাকে
অনেক সময় কাটাতাম।
হ্যাঁ, আমি আজও একা,
মনের মতো কারো অপেক্ষায়—
আমি কবে পাবো তাকে
বাস্তবে আমার সাথে?
দেখবো শহরের অলিগলি,
সন্ধ্যায় হেঁটে একসাথে।
আমি কবে পাবো তাকে
বাস্তবে আমার সাথে?
দেখবো শহরের অলিগলি,
সন্ধ্যায় হেঁটে একসাথে।
#romanticsong
#newsong2025
#kobe_pabo_take
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: