এন্ডোসকপিক স্পাইন সার্জারি ও ওপেন সার্জারির মাঝে পার্থক্য কি?
Автор: Dr M Nuruzzaman Khan
Загружено: 2024-02-04
Просмотров: 9011
ডা. মোঃ নুরুজ্জামান খান
এম.বি.বি.এস.(ডি.এম.সি.), এম.এস.(নিউরোসার্জারি), এফ.এ.সি.এস.(আমেরিকা), এফ.আই.সি.এস.(আমেরিকা), এফ.এম.এ.এস.(ইন্ডিয়া), ডব্লিউ.এইচ.ও. ফেলো ইন স্পাইন সার্জারি (সিঙ্গাপুর), ফেলোশিপ ইন এন্ডোসকপিক স্পাইন সার্জারি (দঃ কোরিয়া এবং ইন্ডিয়া)।
সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কনসালট্যান্ট, এন্ডোস্কপিক স্পাইন সার্জারী ও নিউরোসার্জারী, আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিঃ
চেম্বারঃ আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল, বাড়ি-১৭, রোড- ৮, ধানমিন্ড, ঢাকা (রুম-৪১৬, ই ব্লক, ৪র্থ তলা)
সিরিয়ালের জন্যঃ 01730716226, 01977471472
সাধারনত: কোমর ব্যথা_ও_সায়াটিকা (পায়ের_রগে_ব্যথা) ঔষুধ, ব্যয়াম ও কিছু নিয়ম-কানুন মেনে চলার মাধ্যমে ঠিক হয়ে যায়। তবে কখনও কখনও সার্জারী বা শল্যচিকিৎসার প্রয়োজন হয়। সর্বাধুনিক পারকিউটেনিয়াস এন্ডোসকপিক ডিস্ক সার্জারী-তে কোমরের পার্শ্বে ছোট্ট একটি ছিদ্র করে চামরা থেকে ডিস্কের ভিতর সরাসরি এন্ডোসকোপ প্রবেশ করায়ে ব্যথা তৈরীকারী ডিস্কের অংশ বের করে আনা হয়। সেলাই বিহীন, রক্ত পাত বিহীন এই অপারেশানে রোগীকে অজ্ঞান না করে শুধু স্থানীয় ভাবে চামড়া অবশ করে এই সার্জারি করা হয়। রোগী অপারেশন শেষ হওয়া মাত্রই ব্যথা মুক্ত হয়ে স্বাভাবিক ভাবে হাঁটতে পারে। অপারেশনের একই দিনে বাড়ি ফিরতে পারে এবং এক সপ্তাহের মধ্যেই কর্মস্থলে ফিরে যেতে পারে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: