দশের লাঠি (ঐক্যবদ্ধ বাংলাদেশ) | তোল রে আওয়াজ | Revolutionary Song | Voice of Mimbor
Автор: Voice of Mimbor
Загружено: 2026-01-16
Просмотров: 60871
বাংলা জুড়ে ঐক্যের জন্য এক জাগ্রত আহ্বান।
এই গানটি ভ্রাতৃত্ব, ন্যায়বিচার এবং নিপীড়নের বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর শক্তির কথা বলে। যখন আমরা সত্যের পতাকাতলে ঐক্যবদ্ধ হই, তখন কোনও শিকল আমাদের আটকে রাখতে পারবে না।
============== 🎵 Song Credits: Song Name: Oikkyoboddho Bangladesh Lyrics: Voice of Mimbor Tune: Voice of Mimbor Voice & Label: Voice of Mimbor
📝 Full Lyrics:
ও ও ও... ও হো ও... বাংলার আকাশ, বাংলার বাতাস... ডাক দিয়েছে আজ, তোল রে আওয়াজ।
এক রশিতে ফাঁসি এক থালাতে ভাত কেমন করে ছাড়লি রে ভাই আজকে আমার হাত? অতীত দিনের কান্নাগুলো দিলি কি সব মুছে? লোভের নেশায় পড়লে কি আর আপন মানুষ রচে? [একটু চড়া সুরে] ভুল পথে তুই পা বাড়ালি, সঙ্গী হলি পর মাঝ দরিয়ায় একলা এখন, কেমন তোর ওই ঘর?
[দশের লাঠি একের বোঝা, ভাঙ্গবে না এই জোট ইনসাফের ওই দাঁড়িপাল্লায় এক করেছি ভোট। ভয়েস অফ মিম্বর জেগে উঠুক, দশটি তারার দেশ আমরা সবাই এক হলে ভাই, আর রবে না ক্লেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশ... আমার প্রিয় বাংলাদেশ!
জামায়াত আর এনসিপি ভাই, আমরা একই প্রাণ খেলাফত মজলিস সাথে গায় বিজয়ের গান। বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি আর জাগপা (JAGPA) এক কাতারে দাঁড়িয়ে আছি, ভুলবো না তো বাপ্-কা! এবি পার্টি (AB Party), নেজামে ইসলাম, বিডিপি (BDP) আর খেলাফত আন্দোলন মিলেমিশে একাকার আজ, একই তো স্পন্দন।
ও ভাই রে... সংখ্যা দিয়ে সত্য কভু হয় না বিচার ভাই ঈমানদারের শক্তিতে আজ বিশ্ব কাঁপা চাই। শহীদ ভাইয়ের রক্ত ঋণের শপথ নিলাম এই— জালিমের ওই মসনদ আজ উপড়ে ফেলার দিন শোধ করবো মোরা ইনসাফের ওই রক্তমাখা ঋণ!
দশের লাঠি একের বোঝা, ভাঙ্গবে না এই জোট ইনসাফের ওই দাঁড়িপাল্লায় এক করেছি ভোট। ভয়েস অফ মিম্বর জেগে উঠুক, দশটি তারার দেশ আমরা সবাই এক হলে ভাই, আর রবে না ক্লেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশ! আল্লাহু আকবার!
সত্যের পথে অবিচল... মিম্বরের এই ডাক, ছড়িয়ে যাক সবখানে। প্রচার ও প্রকাশনায়— ভয়েস অফ মিম্বর ইনশাআল্লাহ বিজয় আমাদেরই।
#VoiceOfMimbor #OikkyoboddhoBangladesh #BanglaNasheed #IslamicSong #NewGhazal #UnitySong #BiplobiGaan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: