কক্সবাজার থেকে টেকনাফ 🌊 | মেরিন ড্রাইভ | Cox’s Bazar to Teknaf Travel Film | The Peace
Автор: The Peace
Загружено: 2026-01-10
Просмотров: 126
২১ মিনিটের এই ভিডিওটা শুধু একটা ভ্রমণ নয়—
এটা প্রকৃতি, রাস্তা আর নীরবতার সাথে এক দীর্ঘ আলাপ 🌿🌊
এই জার্নি শুরু হয়েছে ডলফিন মোড় থেকে,
তারপর ছুটে চলেছি কক্সবাজারের মেরিন ড্রাইভ ধরে পুরো ৮০ কিলোমিটার,
যেখানে এক পাশে নীল সাগর 🌊
আর অন্য পাশে পাহাড় কেটে বানানো আঁকাবাঁকা সুন্দর রাস্তা ⛰️
এই ভিডিওতে যা যা দেখতে পাবেন 👇
✨ ডলফিন মোড় থেকে যাত্রার শুরু
✨ কক্সবাজারের পাহাড় কাটা আঁকাবাঁকা মেরিন ড্রাইভ
✨ এক পাশে সাগর, এক পাশে পাহাড়—অসাধারণ দৃশ্য
✨ “মিনি বান্দরবান” এর মতো পাহাড়ি সৌন্দর্য
✨ পাটোয়ারটেক বিচের নীল জল আর খোলা আকাশ
✨ সাবরাং জিরো পয়েন্ট—বাংলাদেশের শেষ প্রান্ত
✨ টেকনাফ হয়ে সাপুর দ্বীপের দিকে শান্ত যাত্রা
এই ভিডিওটা বানানো হয়েছে ধীরে, অনুভব করে—
যেন আপনি নিজেও এই রাস্তায় হাঁটছেন,
বাতাস ছুঁয়ে যাচ্ছে মুখ,
আর মনটা একটু হালকা হয়ে যাচ্ছে 🤍
যদি আপনি ভ্রমণ ভালোবাসেন,
প্রকৃতির ভেতর শান্তি খুঁজে থাকেন—
এই ভিডিওটা আপনার জন্য 🌿
📍 Location: Cox’s Bazar – Marine Drive – Teknaf
🎥 Duration: 21 Minutes
🌊 Category: Cinematic Travel Film
ভালো লাগলে ভিডিওটি লাইক দিন 👍
The Peace চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 🤍
আপনাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
📩 Business Inquiry
For business & collaboration inquiries:
📧 thepeace4488@gmail.com
#CoxsBazar #Teknaf #MarineDrive #ThePeace
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: