সানভির_আরিদ_ভাই ||Heart touching Bangla story
Автор: গল্পের সমাহার
Загружено: 2025-04-11
Просмотров: 31346
অই সানভির বাচ্চা!আজ আরিদ ভাইয়া আসছে বাড়িতে!অরির কথা শুনে সানভি কিছুটা অবাক হলো।কি বলিস!আজ আসবে উনি?উনাকে তো আমি গত ৮ বছর আগে দেখেছিলা শুধু, আমার ১২ বছর যখন ছিলো তখন তিনি রাশিয়াতে চলে যান পড়াশোনা করার জন্য!হু,আরিদ ভাইয়া দেশে একটা বিজনেস দিয়েছে,গত বছর! এই বছর টপ ১ এ আছে, 'খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। -অহ।আচ্ছা তুই ফ্রেশ হো।আমি গেলাম রুমে।বলেই অরি চলে গেলো।সানভি অরির যাওয়ার পানে তাকিয়ে রইলো এবং মনে মনে বলতে লাগলো "সবার কাছ থেকে শুনেছি আরিদ ভাই খুব গম্ভীর ও রাগী, কারো সাথে অতি প্রয়োজন ছাড়া কথা বলেন না।থাক বাবা,আমি উনার সামনেই পরবো না,ভয় করে খুব!
গল্প #সানভির_আরিদ_ভাই
লেখিকা: Sanara ' sister
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: