Alamdar Alamdar - New Bengali Marsiya - Mosaraf Ali Official
Автор: Mosaraf Ali Official
Загружено: 2025-05-02
Просмотров: 2134
Alamdar Alamdar
new bengali marsiya
written and recited by Mir Mosaraf Ali from Domonpur - Bolpur - Birbhum
West Bengal
Imambara Aun O Muhammad A.S
Lyrics - আলমদার
হায় আব্বাসে আলমদার আব্বাসে আলমদার আব্বাসে আলমদার আব্বাসে আলমদার..
আলমদার
১.হাতে আলম নিয়ে গাজি
আনতে পানি যাবে গাজি
কাঁপছে সবাই দেখে তাকে
ভয় পেয়েছে ওই এজিদি
সৈন্যরা সবাই চিন্তা করে করবো কী উপায়
গাজি আলমদারের সামনে কীভাবে যায়
ওই গাজি আলমদারের সামনে কীভাবে যায়
দেখো কে এসেছে আলমদার আলমদার
২.মশক নিয়ে যায় ফোরাতে,ভরবে পানি ওই মশকেতে
হাত কেটে দেয় আব্বাস গাজির তবুও আলম ধরে মুখেতে
চোখদুটো তার রক্তমাখা দেখতে নাহি পায়
খীমাতে আছে যে সবাই তারই অপেক্ষায়(২)
ফিরলোনা সে খীমায়
৩.সাকিনা বলে ওগো চাচা, ভয় করেনা থাকলে তুমি
চায়না পানি ফিরে এসো অঝরেতে কাঁদি আমি
তুমি যদি না থাকো তবুও খিমা জ্বালাবে
খীমার নাড়িদের বোরকা চাদর তারা কাড়িবে(২)
ডাকে সবাই মিলে আলমদার আলমদার
৪.কত শত তীর দুই হাত কাটা, তবুও পানি আনার তোমার ওই প্রচেষ্টা
যদি মশকে তীর মারতো না জালিম,বেরোলেও কলেজা তবুও আনতে পানি
হোসাইন আদেশ দিলে কেও তোমায় রুখতে পারতোনা
তোমার মত বীর আলীর পরে কেও তো ছিলনা(২)
হায় আব্বাস ইয়া আব্বাস
৫.কাঁদে হোসাইন অঝরেতে,কে সাহারা দেবে আমায়
তুমি ছাড়া একেলা আমি সঙী আমার কেউ তো নাই
কে আমার পাশে থেকে যুদ্ধে লড়িবে
কে আমাকে ভাই বলে সান্ত্বনা দেবে(২)
একবার ডাকো আমায়
৬.কাঁদে সবাই তোমার শোকে,অশ্রু ঝরে সবার চোখে
মানতে তারা চায়না যে আজ,আব্বাস গাজি নেই যে ভবে
খুনে তোমার গোটা দেহ ভিজে গিয়েছে
তোমার শোগে কলিজা সবার দগ্ধ হয়েছে
ফিরে চলে এসো
#alamdar
#hazratabbas
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: